(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।
এক সময় যেখানে ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন শাহরুখ খান, সব ঠিক থাকলে সেখানেই ইস্পাত কারখানার শিলান্যাসে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তা হতে পারে দু’মাসের মধ্যে।
সূত্রের খবর, শালবনি কিংবা গড়বেতা নয়, সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোনা রোডের (গড়বেতা-৩ ব্লক) ডুকিতে। এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের শিল্পমহল প্রায় নিশ্চিত। ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু বলেন, ‘‘ডুকিতে কারখানা হবে বলে জেনেছি। শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে ভালই হবে। বিপুল কর্মসংস্থান হবে।’’ মন্ত্রী তথা শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোও জানান, ‘‘শুনছি তো ডুকিতেই হবে।’’ তবে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের খোঁচা, ‘‘আদৌ কিছু হবে কি না সংশয় রয়েছে! তবে এখানে কেউ কারখানা করতে চাইলে স্বাগত। কারণ, তাতে এলাকাবাসীর উপকার হবে।’’
জেলার শিল্পমহলের অনুমান, কারখানা তৈরি হতে দেড়-দু’বছর লাগতে পারে। লগ্নি হতে পারে প্রায় ৩০০০ কোটি টাকা। সব মিলিয়ে জমি রয়েছে প্রায় ৪৫০ একর। কয়েক মাস আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের পরে তার থেকে প্রায় ৩৫০ একর শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকা মূল্যে লিজ়ে দিয়েছে রাজ্য। ইতিমধ্যেই সৌরভদের সংস্থাকে তা দেওয়ার কথা। জেলাশাসক খুরশিদ আলি কাদেরির মন্তব্য, ‘‘জেলাস্তরে এ নিয়ে সরকারি ভাবে জানানো হলে তবেই কিছু বলতে পারব।’’ সম্প্রতি জমি জরিপ করে ভূমি দফতর দেখেছে কতটা ব্যবহৃত, কতটাই বা অব্যবহৃত। যদিও কাদেরির মন্তব্য, ‘‘নানা প্রয়োজনে বিভিন্ন জমির মাপজোক হতেই থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানচিত্রও পাঠাতে হয়।’’
বাম আমলে, ২০০৮-এ এখানে জমি অধিগ্রহণ শুরু হয়। নয়াবসত ও সাতবাঁকুড়া পঞ্চায়েতের ৬টি মৌজায় প্রায় ৪৫০ একর জমিতে গড়ে ওঠে প্রয়াগ ফিল্মসিটি। উদ্বোধন হয় ২০১২ সালে। সূত্রের খবর, খাতায়কলমে ফিল্মসিটির পুরো জমি প্রয়াগের নামে নথিভুক্ত ছিল না। পরে বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গ্রেফতার হন প্রয়াগের দুই কর্ণধার বাসুদেব ও তাঁর ছেলে অভীক বাগচী। তার পরেই প্রায় ১০০০ কোটি টাকায় গড়ে ওঠা ফিল্মসিটিতে আঁধার নামে।
গত বছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভের ঘোষণা ছিল, শালবনিতে ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। তবে মাসখানেক আগে সৌরভ জানান, শালবনিতে নয়, কারখানা হবে গড়বেতায়। শিল্পমহলের একাংশের অনুমান, শালবনিতে জমি পেতে জটিলতা হয়েছিল। দেড় দশক আগে এখানে প্রায় ৪৩০০ একর লিজ়ে দেওয়া হয়েছিল জিন্দল গোষ্ঠীকে। সম্প্রতি তা ফ্রি-হোল্ড করা হয়েছে। অর্থাৎ, জিন্দলদেরই মালিকানা দেওয়া হয়েছে। ফলে, সৌরভদের কারখানার জন্য খুঁজতে হয়েছে বিকল্প জায়গা।