হঠাৎ বন্ধ হয়ে গেল ইউপিআই লেনদেন। ফাইল চিত্র।
হঠাৎই থমকে গেল ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) পেমেন্ট ব্যবস্থা। রবিবার সার্ভার ডাউন হওয়ার কারণে এক ঘণ্টার বেশি সময় ধরে বিভ্রাটে পড়লেন সাধারণ মানুষ। এর পরই নেটমাধ্যম ছেয়ে যায় অভিযোগের পর অভিযোগে। ব্যবহারকারীরা জানাচ্ছেন জিপে, পেটিএম, ফোনপে-এর মতো কোনও ডিজিট্যাল লেনদেন মাধ্যমে ‘ইউপিআই পেমেন্ট’ করা যাচ্ছে না।
এই বিভ্রাট নিয়ে এ পর্যন্ত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া কোনও বিবৃতি দেয়নি। এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি একই সমস্যার মুখোমুখি হন ইউপিআই ব্যবহারকারীরা। দেশের খুচরো লেনদেনের ৬০ শতাংশ এখনও ইউপিআই মাধ্যমে হয়। গত মার্চ মাসেই ৫৪০ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআই-তে। এমন একটি ব্যবস্থায় বিভ্রাট ঘটায় বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় বিপুল লেনদেন। নেটমাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন ব্যবহারকারীরা।