মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই, চিন্তা শিল্প

নভেম্বরে তলানিতে ঠেকার পরে ডিসেম্বরে কিছুটা মুখ তুলল শিল্পবৃদ্ধি। দাঁড়াল ২.৪%।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৫
Share:

নভেম্বরে তলানিতে ঠেকার পরে ডিসেম্বরে কিছুটা মুখ তুলল শিল্পবৃদ্ধি। দাঁড়াল ২.৪%। সেই সঙ্গে কেন্দ্রকে স্বস্তি দিয়ে জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধি কমার কথা জানাল পরিসংখ্যান দফতর। গত মাসে তা হয়েছে ২.০৫%। ১৯ মাসে সবচেয়ে কম। মূলত ফল ও আনাজের দাম কমা এবং তেলের দর পড়ার হাত ধরেই কমেছে মূল্যবৃদ্ধি।
অনেকের মতে, নভেম্বরের তুলনায় (সংশোধিত হিসেবে ০.৩%) গত বছরের শেষ মাসে শিল্পোৎপাদন ভাল হয়েছে ঠিকই। কিন্তু চিন্তায় রাখছে উৎপাদন ও খনন শিল্প। উৎপাদন শিল্প বেড়েছে ২.৭% হারে। খনন শিল্প সরাসরি কমেছে ১%। ভাল ফল করেনি মূলধনী পণ্যও। শিল্পবৃদ্ধির সূচকের প্রায় ৭৮% জুড়ে থাকে উৎপাদন শিল্প। অনেকের প্রশ্ন, কারখানার উৎপাদনে গতি না ফিরলে কাজের সুযোগ বাড়বে কী ভাবে? ভোটের মুখে এই প্রশ্ন মোদী সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, মূল্যবৃদ্ধি নীচের দিকে থাকলে ফের সুদ কমানো হতে পারে। এ দিনের পরিসংখ্যান সেই সম্ভাবনা বাড়াল বলে মত অনেকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement