Aadhar Verification

স্রেফ ফোনে ভরে নিলেই চলবে না, আধার নম্বর, বায়োমেট্রিক মিললে তবেই চালু হবে সিম!

সূত্রের খবর, টেলিকম দফতরকে খোদ প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ, আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত আটকাতে প্রতিটি সিম কার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:০৯
Share:

প্রধানমন্ত্রীর দফতরের দাবি, ভুয়ো তথ্য দিয়ে একাধিক সিম নেওয়ার ফলে বিভিন্ন অপরাধের কিনারা করা কঠিন হচ্ছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মোবাইল ফোনের নতুন সংযোগ দিতে সংশ্লিষ্ট গ্রাহকের পরিচয় যাচাইয়ে কোনও ফাঁক রাখতে চায় না কেন্দ্র। এ জন্য এই প্রক্রিয়ায় শীঘ্রই বড় বদল আনা হচ্ছে। সূত্রের খবর, টেলিকম দফতরকে খোদ প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ, আর্থিক জালিয়াতি এবং জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত আটকাতে প্রতিটি সিম কার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে। এ জন্য আধারভিত্তিক পরীক্ষা হবে বাধ্যতামূলক। অর্থাৎ কেউ ফোনে নতুন সিম কিনে ভরে নিলেই তা আর চালু হবে না। গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক (হাতের আঙুলের ছাপ বা চোখের মণি কিংবা মুখের ছবি) তথ্য মিলিয়ে দেখবে টেলিকম সংস্থাগুলি। তা মিলে গেলে সিম কাজ শুরু করবে। পাশাপাশি আগামী দিনে এক জন ব্যক্তির নামে ন’টি নয়, সর্বাধিক ছ’টি সিম থাকতে পারবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর দফতরের দাবি, ভুয়ো তথ্য দিয়ে একাধিক সিম নেওয়ার ফলে বিভিন্ন অপরাধের কিনারা করা কঠিন হচ্ছে।

Advertisement

তবে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে বেশ কিছু আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল আগে। নতুন নিয়ম চালু হলে সেই আশঙ্কা আরও বেড়ে যাবে কি না, প্রশ্ন উঠেছে। তার উপর বর্তমানে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া ছাড়া কোনও ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এই প্রেক্ষিতেও আধারভিত্তিক সিম যাচাইয়ের বাধ্যবাধকতা নিয়ে আপত্তি উঠতে পারে বলে ধারণা একাংশের।

টেলিকম সংস্থাগুলির একাংশ এখন ব্যক্তির পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসেবে যে কোনও নথি নিয়েই সিম দেয়। কারণ, আধার বাধ্যতামূলক নয়। জিয়ো এবং ভোডাফোনের বক্তব্য, তারা গ্রাহকদের আধার নম্বর নেয় এবং সেই তথ্য মিলিয়েও দেখে। তবে এ ক্ষেত্রেও যাচাই প্রক্রিয়া মূলত ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ভিত্তিক। সংশ্লিষ্ট মহলের মতে, এখন সংস্থাগুলি আধার নম্বর নিয়ে সিম দেয়। তার পরেই তা চালু হয়ে যায়। গ্রাহকের বায়োমেট্রিক যাচাই হয় না সব ক্ষেত্রে। সরকারি সূত্রের দাবি, এতে ভুয়ো আধার দিয়ে সিম তুলে বেআইনি কাজের ঝোঁক বাড়ছে। যার অন্যতম আর্থিক প্রতারণা ও ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধ। এ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দফতর। সূত্রটির খবর, তাদের নির্দেশ অনুযায়ী শীঘ্রই টেলিকম সংস্থাগুলির মতামত জেনে এই নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করবে কেন্দ্রীয় টেলিকম দফতর।

Advertisement

নতুন সিম নেওয়ার নিয়মে আধার ছাড়া অন্য নথি গ্রাহ্য হবে না। বায়োমেট্রিক যাচাই সফল না হলে চালু হবে না সিম। বিএসএনএলের কলকাতা সার্কলের এক কর্তা জানান, ‘‘নিয়মের কথা শুনেছি। তবে কোনও নির্দেশ এখনও আসেনি। এই কথা আগেও শুনেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement