প্রতীকী ছবি।
করোনা প্রভাব কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না দেশের শেয়ার বাজার। এ দিন বাজার খুলতেই এক ধাক্কায় ১৭০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। গত কয়েক দিন ধরেই দেশের শেয়ার বাজারে পতনের এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
এ দিন সেনসেক্স ১৭০০ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৫,৮৫৭.৮১। অন্য দিকে, নিফটি ৪৬৪ পয়েন্ট পড়ে হয় ১০,৫২৫.৪৫। দিনের শুরুতে সেনসেক্স কিছুটা উঠলেও তা স্থায়ী হয়নি। এর পরেই পতন শুরু হয়।
দেশীয় বাজারের পাশাপাশি ধস নামে এশিয়ার শেয়ার বাজারেও। এ দিন সকালে বাজার খুলতেই ধস নামে জাপানের শেয়ার বাজারে। ১ হাজার পয়েন্ট পড়ে যায় নিকেই ২২৫। অন্য দিকে, টপিক্স ৭৩ পয়েন্ট পড়ে হয় ১,৩৯৭.৭৭। একে একে ধস নামে হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারেও।
আরও পড়ুন: ইটালিতে ‘গৃহবন্দি’ ১ কোটি ৬০ লক্ষ, করোনা-হানা বাংলাদেশেও
আরও পড়ুন: গ্রেফতারই হলেন ইয়েস ব্যাঙ্কের রাণা, মুম্বইতে আটকানো হল মেয়েকে
করোনাভাইরাসের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব বাজারে ঝিমুনি ভাব লক্ষ করা যাচ্ছে। শেয়ার বাজারের ঝিমুনি ভাবের কারণে লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। যার জেরে বিশ্ব অর্থনীতি যথেষ্ট ধাক্কা খাচ্ছে। প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামের উপরও। এ দিন প্রায় ৩০ শতাংশ দাম পড়ে যায় অপরিশোধিত তেলের। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম এতটা দাম কমল।