Share Market

দুরন্ত ছন্দে শেয়ার বাজার, ৩৪৪ পয়েন্ট বৃদ্ধি পেল সেনসেক্স, ৯৯ পয়েন্ট উঠল নিফটি

সোমবার সারা দিনই শেয়ার বাজারের সূচক খুব একটা ওঠা নামা করেনি। এ দিন ৩৪৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স শেষ করল ৬২,৮৪৬ পয়েন্টে, অন্য দিকে ৯৯ পয়েন্ট উঠে নিফটি থামল ১৮,৫৯৮ পয়েন্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২৩ ১৬:২৮
Share:

শেয়ার বাজারে উত্থান মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টাইটান-এর। —প্রতীকী চিত্র।

শেয়ার বাজারের ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছিল আগেই। সোমবার সকাল থেকেই ভাল ফলের আশা করেছিলেন বিনিয়োগকারীরা। সিঙ্গাপুরের শেয়ার বাজার এসজিএক্স নিফটির পারফরমেন্স সেই ইঙ্গিত আরও জোরালো করেছিল। প্রত্যাশা মতোই ভাল শুরু করে সেনসেক্স এবং নিফটি।

Advertisement

সোমবার নিফটি এবং সেনসেক্সের কয়েকটি মার্কেট ইনডেক্স বাদ দিয়ে প্রায় সব ক’টিই সবুজের ঘরে ছিল। মেটাল, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, রিয়্যালিটি, অটোমোবাইল সপ্তাহের প্রথম দিন সবচেয়ে ভাল ফল করল। অন্য দিকে, ২৯ মে ক্ষতির সম্মুখীন হল অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, আইটি, টেকনলজি।

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংস্থাগুলির মধ্যে সোমবার সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সেনসেক্সে তাদের বাজারদর বেড়েছে ৩.৭১ শতাংশ। অন্যান্য সংস্থাগুলির মধ্যে এ দিন লাভবান হয়েছে টাটা স্টিল, টাইটান, স্টেট ব্যাঙ্ক, এসবিআই লাইফ। দিনটা ভাল যায়নি টেকনোলজি সেক্টরের, সোমবার ক্ষতির মুখে পড়ল এইচসিএল, টিসিএস, ইনফোসিস, উইপ্রো। অন্যান্য সংস্থাগুলির মধ্যে লালের ঘরে ছিল পাওয়ার গ্রিড, মারুতি সুজ়ুকি, ওএনজিসি ইত্যাদি।

Advertisement

সোমবার সারা দিনই শেয়ার বাজারের সূচক খুব একটা ওঠানামা করেনি। এ দিন ৩৪৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স শেষ করল ৬২,৮৪৬ পয়েন্টে, অন্য দিকে ৯৯ পয়েন্ট উঠে নিফটি থামল ১৮,৫৯৮ পয়েন্টে। সোমবার সকাল ১১টা নাগাদ সেনসেক্স ৬৩ হাজার ছুঁলেও বেশি ক্ষণ স্থায়ী হয়নি। সপ্তাহের প্রথম দিন আশা জাগিয়েছে নিফটিও। সোমবার দিনের শেষে সর্বকালীন রেকর্ড ১৮,৮৮৭ পয়েন্ট থেকে ২৮৯ পয়েন্ট দূরে নিফটি। মঙ্গলবার নজির ছোঁয়ার সুযোগ থাকবে সেনসেক্সের কাছেও, সর্বোচ্চ সূচক ৬৩,৫৮৩ থেকে ৭৩৭ পয়েন্ট দূরে সেনসেক্স। প্রসঙ্গত, ২৯ মে ত্রৈমাসিক আয় ঘোষণা করার কথা আদানি ট্রান্সমিশন, আইআরসিটিসি, রেল বিকাশ নিগম, টরেন্ট পাওয়ার এবং এনএইচপিসি-র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement