শেয়ার বাজারে উত্থান রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, টাটা স্টিল-এর। —প্রতিনিধিত্বমূলক ছবি।
শুক্রবারের ধাক্কা কাটিয়ে সামান্য ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। সোমবার ৬৩.৭২ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,৩৪৪.১৭ পয়েন্টে, ২৪.১০ পয়েন্ট উঠে নিফটি থামল ১৯,৩৫৫.৯০ পয়েন্টে। সপ্তাহের প্রথম দিন সারা দিনই টালমাটাল ছিল শেয়ার বাজার। এ দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৬৩৩.৪৯ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,২৪৬.৪০ পয়েন্ট।
সেক্টরগুলির মধ্যে সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জে সবচেয়ে ভাল ফল করেছে মেটাল, এনার্জি, বেসিক মেটেরিয়াল, সেনসেক্স ৫০ এবং সেনসেক্স। এর মধ্যে বিএসইতে মেটাল সেক্টরের লাভের পরিমাণ ১.৮২ শতাংশ। ১.৬৯ শতাংশ লাভ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও প্রথমে শেষ করেছে মেটাল। বিএসইতে দ্বিতীয় স্থানে থাকা এনার্জির লাভের পরিমাণ ০.৬৪ শতাংশ। সোমবার বিএসইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কনজ়িউমার ডিউরেবল্স, আইটি, ইউটিলিটি, পাওয়ার। এর মধ্যে প্রথম তিন সেক্টরের ক্ষতির পরিমাণ ১ শতাংশেরও বেশি।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্স এবং নিফটিতে ৪ শতাংশের বেশি লাভ করে সবার উপরে শেষ করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। এ ছাড়াও ৩ শতাংশের বেশি লাভ করেছে টাটা স্টিল। সেনসেক্সে এই দুই সংস্থার পরে রয়েছে ভারতী এয়াররটেল, ইন্ডাসইন্ড, সান ফার্মা। ক্ষতির তালিকায় এ দিন নিফটি এবং সেনসেক্সে সবার উপরে টাইটান। সেনসেক্সে এর পরে রয়েছে এইচসিএল টেক, পাওয়ার গ্রিড, টিসিএস, উইপ্রো।