শেয়ার বাজারে পতন আইটিসি-র। প্রতিনিধিত্বমূলক ছবি।
বিশ্ব বাজারে অর্থনীতির ঝিমুনির প্রভাবে বৃহস্পতিবারেও ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। এ দিন সকাল থেকেই ক্ষতির মুখে পড়ে সূচক। এর পর সময় যত পেরিয়েছে ততই তীব্রতর হয়েছে পতন। দুপুরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। বুধবারের তুলনায় ৩৮৮.৪০ পয়েন্ট নেমে ৬৫,১৫১.০২ পয়েন্টে থামল সেনসেক্স, ৯৯.৭৫ পয়েন্ট নেমে ১৯,৩৬৫.২৫ পয়েন্টে শেষ করল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেক্টরগুলির তালিকায় এ দিন লাভের মুখ দেখেছে কনজ়িউমার ডিউরেবলস, কনজ়িউমার ডিসক্রিশনারি, মিডক্যাপ ১৫০। এর মধ্যে কনজ়িউমার ডিউরেবলসের লাভের পরিমাণ ১.৫৪ শতাংশ। ১.৪৩ শতাংশ লাভ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) লাভের তালিকায় শীর্ষে সরকারি ব্যাঙ্ক। বিএসইতে বৃহস্পতিবার সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে ইউটিলিটি, এফএমসিজি, ভারত ২২। ইউটিলিটি সেক্টরের সম্পদের পরিমাণ কমেছে ১.০৩ শতাংশ। এনএসইতে ক্ষতির তালিকায় সবার উপরে এফএমসিজি।
সংস্থাগুলির তালিকায় লক্ষ্মীবারে সেনসেক্সে সবচেয়ে বেশি লাভ করেছে টাইটান। এ দিন তাদের বাজারদর বৃদ্ধি পেয়েছে ২.১০ শতাংশ। এর পরে রয়েছে স্টেট ব্যাঙ্ক, বজাজ ফিনসার্ভ, টেক মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক। দ্বিতীয় স্থানে থাকা স্টেট ব্যাঙ্কের লাভের পরিমাণ ১.১৮ শতাংশ। নিফটিতে বড় লাভের মুখ দেখেছে আদানি গোষ্ঠীর দুই সংস্থা আদানি পোর্ট এবং আদানি এন্টারপ্রাইজ়। নিফটিতে লাভের তালিকায় শীর্ষে থাকা আদানি পোর্টের বাজারদর বেড়েছে ৪.৩২ শতাংশ। তৃতীয় স্থানে শেষ করেছে আদানি এন্টারপ্রাইজ়। তাদের লাভের পরিমাণ ১.৪২ শতাংশ। অন্য দিকে সেনসেক্স এবং নিফটিতে ক্ষতির তালিকায় শীর্ষে আইটিসি। দুই শেয়ার বাজারেই তাদের ক্ষতির পরিমাণ দুই শতাংশের বেশি। সেনসেক্সে ক্ষতির তালিকায় এর পরে রয়েছে পাওয়ার গ্রিড, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, এলটি, নেসলে ইন্ডিয়া।