Share Market

ছন্দে ফিরল শেয়ার বাজার, ৩৫১ পয়েন্ট উত্থান সেনসেক্সের, ৯৭ পয়েন্ট উত্থান নিফটির

সেক্টরগুলির তালিকায় বুধবার বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ক্যাপিটাল গুডস, রিয়্যালটি। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, রিয়্যালটি, এফএমসিজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৬:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

তিন দিন পতনের পর ঘুরে দাঁড়াল সেনসেক্স। ২১ জুলাই থেকে টানা তিন দিন পড়েছে সেনসেক্সের সূচক, অবশেষে বুধবার ৩৫১.৪৮ পয়েন্ট উঠল সেনসেক্স। দিনের শেষে ৬৬,৭০৭.২০ পয়েন্টে থামল সেনসেক্স, ১৯,৭৭৮.৩০ পয়েন্টে শেষ করল নিফটি।

Advertisement

সেক্টরগুলির তালিকায় বুধবার বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, ক্যাপিটাল গুডস, রিয়্যালটি। এনএসইতে এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, রিয়্যালটি, এফএমসিজি। বিএসইতে ক্ষতির মুখে পড়েছে কনজিউমার ডিউরেবলস, মিডক্যাপ সিলেক্ট, অটো।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংস্থাগুলির তালিকায় সেনসেক্সে এ দিন লাভের তালিকায় শীর্ষে এলটি, ৩.৪৭ শতাংশ লাভ হয়েছে এই সংস্থা। ২.১১ শতাংশ লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে আইটিসি। ক্ষতির তালিকায় শীর্ষে বজাজের দুই সংস্থা বজাজ ফিন্যান্স এবং ফিনসার্ভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement