Share market today

শেয়ার বাজারের উত্থান অব্যাহত, টানা ১০ দিন উঠল সেনসেক্স, ২০ হাজারের ঘরে নিফটি

৭৬.৮০ পয়েন্ট উঠে ২০ হাজারের গণ্ডি পেরোল নিফটি। দিনের শেষে নিফটি থামল ২০০৭০ পয়েন্টে। পাশাপাশি ২৪৫.৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৭৪৬৬.৯৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০২
Share:

শেয়ার বাজারে উত্থান অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।

টানা দশম দিনে অপরাজেয় সেনসেক্স। মঙ্গলবারের জড়তা কাটিয়ে ঘুরে দাঁড়াল নিফটিও। এ দিন সকাল ১০টা পর্যন্ত শেয়ার বাজার স্খবির থাকলেও, তার পরেই উঠতে শুরু করে সূচক। সময় যত গড়িয়েছে তত বেড়েছে সেনসেক্স এবং নিফটি। এ দিন ৭৬.৮০ পয়েন্ট উঠে ২০ হাজারের গণ্ডি পেরোল নিফটি। দিনের শেষে নিফটি থামল ২০০৭০ পয়েন্টে। পাশাপাশি ২৪৫.৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৭৪৬৬.৯৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স।

Advertisement

আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সেক্টরগুলির তালিকায় বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) অধিকাংশ সেক্টরই লাভের মুখ দেখেছে। শীর্ষে থাকা টেলিকম সেক্টরের লাভের পরিমাণ ২.৬২ শতাংশ। বিএসইতে টেলিকমের পরে রয়েছে কনজ়িউমার ডিউরেবলস, এনার্জি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এই তালিকায় রয়েছে সরকারি ব্যাঙ্ক, মিডিয়া, মাইক্রোক্যাপ ২৫০। নিফটিতে সরকারি ব্যাঙ্কের লাভের পরিমাণ ৪.২৩ শতাংশ। বিএসইতে ক্ষতির তালিকায় রয়েছে ক্যাপিটাল গুড্‌স, মিডক্যাপ সিলেক্ট, অটো।

সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে ভারতী এয়ারটেল, টাইটান, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক। এর মধ্যে সেনসেক্সে ভারতী এয়ারটেলের লাভের পরিমাণ ২.৭৩ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া, গ্র্যাসিম, টিসিপি। অন্য দিকে, এ দিন নিফটিতে সর্বাধিক ক্ষতির তালিকায় রয়েছে এইচডিএফসিলাইফ, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আদানি পোর্ট। সেনসেক্সে এই তালিকায় রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এলটি, নেসলে ইন্ডিয়া, জেএসডব্লিউ স্টিল, ইনফোসিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement