—প্রতীকী চিত্র।
চার দিনের দৌড় থামল সেনসেক্সের। বুধবার ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। এ দিন সকাল থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিনের শেষে ৩৩.০১ পয়েন্ট হারিয়ে সেনসেক্স থামল ৬৫,৪৪৬.০৪ পয়েন্টে। তবে সামান্য লাভে শেষ করল নিফটি। ৯.৫০ পয়েন্ট উঠে নিফটি থামল ১৯,৩৯৮.৫০ পয়েন্টে।
গ্রাফিক: সনৎ সিংহ।
সেক্টরগুলির মধ্যে বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সর্বাধিক লাভ করেছে এফএমসিজি, অটো, অয়েল অ্যান্ড গ্যাস। এর মধ্যে এফএমসিজি এবং অটো সেক্টরের লাভের পরিমাণ দেড় শতাংশের বেশি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ লাভের তালিকায় রয়েছে এফএমসিজি, অটো, মিডিয়া। এ দিন বিএসই এবং এনএসইতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে ফিন্যান্স এবং ব্যাঙ্ক।
সেনসেক্সে সংস্থাগুলির তালিকায় সবার উপরে মারুতি সুজ়ুকি, টেক মহিন্দ্রা, ইন্ডাসইন্ড। এর মধ্যে মারুতি সুজ়ুকির লাভের পরিমাণ ৩.৫২ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে বজাজ অটো, ডিভিস ল্যাব, হিরো মোটোকর্প। অন্য দিকে, ক্ষতির তালিকায় সেনসেক্সে সবার উপরে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি। এর পরে রয়েছে বজাজ ফিনসার্ভ, উইপ্রো।