শেয়ার বাজারে উত্থান সেনসেক্স এবং নিফটির। —প্রতীকী ছবি।
সপ্তাহের প্রথম দিন সামান্য ক্ষতির মুখে পড়লেও মঙ্গলবার লাভের মুখ দেখল শেয়ার বাজার। মঙ্গলবার সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৫৫৯.৮২ পয়েন্ট, সর্বনিম্ন ৬৬,৩০৯.১৮ পয়েন্ট। দিনের শেষে বুধবারের তুলনায় ২৬১.১৬ পয়েন্ট উঠে ৬৬,৪২৮.০৯ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৭৯.৭৫ পয়েন্ট বেড়ে ১৯,৮১১.৫০ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে ইউটিলিটিজ়, পাওয়ার, এনার্জি। শীর্ষে থাকা ইউটিলিটিজ় সেক্টরের লাভের পরিমাণ ১.২১ শতাংশ। এনএসইতে এই তালিকায় রয়েছে মাইক্রোক্যাপ ২৫০, স্মলক্যাপ ১০০, স্মলক্যাপ ২৫০। বিএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে ক্যাপিটাল গুড্স এবং রিয়্যালটি।
সংস্থাগুলির তালিকায় মঙ্গলবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে পাওয়ার গ্রিড, কোটাক ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, আইটিসি, বজাজ ফিনসার্ভ। নিফটিতে এই তালিকায় রয়েছে ভারত পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, এসবিআই লাইফ। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা পাওয়ার গ্রিডের বাজারদর বেড়েছে ১.৯৭ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে টাটা মোটারস, এলটি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টিসিএস, জেএসডব্লিউ স্টিল।