শেয়ার বাজারে উত্থান অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।
ছন্দে শেয়ার বাজার। মঙ্গলবারের পর বুধবারও লাভের মুখ দেখল সেনসেক্স, নিফটি। মঙ্গলবার যেখানে শেষ করেছিল সেখান থেকেই শুরু করে সূচক। বুধবার দিনের শেষে ৩৯৩.৬৯ পয়েন্ট উঠে ৬৬,৪৭৩.০৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ১২১.৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯,৮১১.৩৫ পয়েন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় সপ্তাহের তৃতীয় দিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সব সেক্টরই লাভের তালিকায় শেষ করেছে। বিএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে টেলিকম, বেসিক মেটেরিয়ালস, অটো। এনএসইতে সবচেয়ে বেশি লাভ হয়েছে মাইক্রোক্যাপ ২৫০, অটো, এফএমসিজির। এনএসইতে এ দিন ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক এবং আইটি।
সংস্থাগুলির তালিকায় বুধবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে উইপ্রো, আলট্রাটেক সিমেন্ট, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, ইউনিলিভার, নেসলে ইন্ডিয়া। নিফটিতে এই তালিকায় রয়েছে হিরো মোটোকর্প, উইপ্রো, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ়। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা উইপ্রোর বাজারদর বেড়েছে ৩.২৯ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে এইচসিএল টেক, স্টেট ব্যাঙ্ক, টিসিএস, টাটা স্টিল, ইন্ডাসইন্ড।