Share Market Today

টানা ছ’দিন ক্ষতির মুখে শেয়ার বাজার, ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ২৬৪ পয়েন্ট পতন নিফটির

শেয়ার বাজারে দুর্দিন কাটছেই না। সোম এবং বুধের পরে লক্ষ্মীবারেও বড় ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১৬:০৯
Share:

শেয়ার বাজারে পতন অব্যাহত। প্রতিনিধিত্বমূলক ছবি।

শেয়ার বাজারে দুর্দিন কাটছেই না। সোম এবং বুধের পরে লক্ষ্মীবারেও বড় ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। এ দিন সকাল থেকেই ক্ষতির মুখে পড়ে শেয়ার বাজারের সূচক। দিনের শেষে বুধবারের তুলনায় ৯০০.৯১ পয়েন্ট নেমে ৬৩,১৪৮.১৫ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে ২৬৪.৯০ পয়েন্ট কমে ১৮,৮৫৭.২৫ পয়েন্টে থামল নিফটি।

Advertisement

আজকের শেয়ার বাজার।

সেক্টরগুলির তালিকায় বৃহস্পতিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লাভ করেছে মিডক্যাপ ২৫০, ইউটিলিটি এবং পাওয়ার। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে অটো, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস। এনএসইতে ক্ষতির তালিকায় মিডক্যাপ সিলেক্ট, মেটাল, অটো।

সংস্থাগুলির তালিকায় বৃহস্পতিবার সেনসেক্সে লাভ করেছে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইটিসি, এইচসিএল টেক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এনটিপিসি। নিফটিতে এই তালিকায় রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইটিসি, এইচসিএল টেক, আদানি পোর্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বজাজ ফিন্যান্স, এশিয়ান পেন্টস, বজাজ ফিনসার্ভ, নেসলে ইন্ডিয়া। নিফটিতে এই তালিকায় রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বজাজ ফিন্যান্স, ইউপিএল, এশিয়ান পেন্টস, বজাজ ফিনসার্ভ। সেনসেক্স এবং নিফটিতে ক্ষতির শীর্ষে থাকা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ক্ষতির পরিমাণ যথাক্রমে ৪.০৬ এবং ৪.০২ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement