—প্রতীকী ছবি।
সপ্তাহের শেষ দিন পতনের মুখে পড়েও সামাল দিল শেয়ার বাজার। এ দিন সকালেই বড় ক্ষতির মুখে পড়ে শেয়ার বাজারের সূচক, দুপুর ১২টার পর থেকেই ঘুরে দাঁড়ায়। শুক্রবার সেনসেক্সে দিনের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,৪৭৮.৯০ পয়েন্ট, সর্বনিম্ন ৬৫,৮৯৫.৩১ পয়েন্ট। দিনের শেষে বৃহস্পতিবারের তুলনায় ১২৫.৬৫ পয়েন্ট নেমে ৬৬,২৮২.৭৪ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৪২.৯৫ পয়েন্ট কমে ১৯,৭৫১.০৫ পয়েন্টে থামল নিফটি।
সেক্টরগুলির তালিকায় শুক্রবারে বিএসই এবং এনএসইতে সবচেয়ে বেশি লাভ করেছে অটো, রিয়্যালটি। এনএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে আইটি, ইন্ডিয়া ডিজিটাল, নিফটি ১০০ ইএসজি। বিএসইতে এই তালিকায় রয়েছে ব্যাঙ্কেক্স, আইটি, টেক।
—প্রতীকী ছবি।
সংস্থাগুলির তালিকায় শুক্রবার সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে টাটা মোটরস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচসিএল টেক, নেসলে ইন্ডিয়া, মারুতি। নিফটিতে এই তালিকায় রয়েছে টাটা মোটরস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচসিএল টেক। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা টাটা মোটরসের বাজারদর বেড়েছে ৪.৭৬ শতাংশ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে অ্যক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক, উইপ্রো, জেএসডব্লিউ স্টিল।