Share Market

রেকর্ডের মুখে বাজার, পা ফেলতে হবে সতর্ক হয়েই

আর্থিক কর্মকাণ্ড বাড়ায় ওই মাসে চাহিদা বেড়েছে ডিজেলেরও। সেই সঙ্গে  জুলাই-সেপ্টেম্বরে ভাল ফল করেছে সান ফার্মা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক।

Advertisement

অমিতাভ গুহ সরকার

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৬:০২
Share:

প্রতীকী ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে ছোটখাটো ‘বুল রান’ দেখা গেল শেয়ার বাজারে। সপ্তাহের পাঁচটি লেনদেনের দিনেই উঠেছে সূচক। করোনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই যা এক ধাক্কায় নজিরের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সেনসেক্সকে। এই ক’দিনে তা উঠেছে মোট ২২৮০ পয়েন্ট (৫.৭৫%)। শুক্রবার থেমেছে ৪১,৮৯৩.০৬ অঙ্কে। নিফ্‌টিও ছাড়িয়েছে ১২,২৫০ পয়েন্ট। ওই পাঁচ দিনে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি দেশের পুঁজির বাজারে ঢেলেছে ৮৩৮১ কোটি টাকা।

Advertisement

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের ইঙ্গিতে সপ্তাহের গোড়া থেকেই তেতে উঠেছিল বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার। পাশাপাশি দেশের ভিতরেও সূচক পেয়েছিল কিছু সদর্থক খবর। যেমন, জিএসটি সংগ্রহ বৃদ্ধি, কল-কারাখানায় উৎপাদন ও পরিষেবা শিল্পে অগ্রগতির ইঙ্গিত, গাড়ি বিক্রি বাড়া, কিছু সংস্থার ভাল ফল ইত্যাদি শক্তি জুগিয়েছে বাজারকে।

ফেব্রুয়ারির পরে অক্টোবরে প্রথম জিএসটি সংগ্রহ ছাড়িয়েছে এক লক্ষ কোটি টাকা। পরোক্ষ কর সংগ্রহ বৃদ্ধি পাওয়া শিল্প ও পরিষেবায় প্রাণ ফেরার ইঙ্গিত দেয়। একই ইঙ্গিত দিয়েছে আইএইচএস মার্কিটের শিল্পোৎপাদন ও পরিষেবা সূচকও। গত মাসে যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৮.৯ এবং ৫৪.১। এই সব পরিসংখ্যানে খুশি দেশের অর্থ ও শিল্প মন্ত্রক। তাদের মতে, অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে এই তথ্যই তার প্রমাণ। তবে এখনই উচ্ছ্বসিত হতে নারাজ বিশেষজ্ঞদের অনেকে। বরং সতর্ক হয়েই লগ্নিকারীদের পা ফেলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। স্টেট ব্যাঙ্কের কর্ণধারেরও মতে, অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে। অক্টোবরে বিক্রি বেড়েছে বেশ কিছু গাড়ি সংস্থার। গাড়ি বিক্রি বাড়লে ইতিবাচক প্রভাব পড়ে রং, ইস্পাত, টায়ার, যন্ত্রাংশ ইত্যাদি সহযোগী শিল্পে।

Advertisement

আর্থিক কর্মকাণ্ড বাড়ায় ওই মাসে চাহিদা বেড়েছে ডিজেলেরও। সেই সঙ্গে জুলাই-সেপ্টেম্বরে ভাল ফল করেছে সান ফার্মা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক। তবে ওই সময়ে লাভ কমেছে আইটিসি, এইচডিএফসি-র। গত সপ্তাহে শক্তিশালী হয়েছে বন্ড বাজারও। ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের ইল্ড কিছু দিন আগে পৌঁছেছিল ৬.২ শতাংশের আশেপাশে। শুক্রবার হয়েছে ৫.৮৭%। যার জেরে আগে ইসু করা বন্ডের বাজারদর বেড়েছে। ফলে উঠেছে বন্ড তথা ডেট ফান্ডের ন্যাভ। আগামী সপ্তাহে বাজারের চোখ থাকবে বিহারের ভোটের ফলের দিকে।

বুথফেরত সমীক্ষার ইঙ্গিত এনডিএ জোটের একক ভাবে ক্ষমতায় ফেরা মুশকিল। শেষ পর্যন্ত কী হয়, তার উপরে সূচকের গতি নির্ভর করবে।
(মতামত ব্যক্তিগত)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement