ছবি: পিটিআই।
দীর্ঘ আলোচনার পরে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া) নিয়ে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চুক্তির রূপরেখা তৈরি হয়েছে। এই খবরে বৃহস্পতিবার বিশ্ব জুড়ে চাঙ্গা হয় শেয়ার বাজার। ভারতে সেনসেক্স এক লাফে ৪৫৩.০৭ পয়েন্ট বেড়ে ফের ৩৯ হাজারের অঙ্ক পার করেছে। পৌঁছেছে ৩৯,০৫২.০৬ অঙ্কে। পাশাপাশি, ১২২.৩৫ পয়েন্ট বেড়ে নিফ্টি ছুঁয়েছে ১১,৫৮৬.৩৫ অঙ্ক। উল্লেখ্য, কোন কোন শর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ হবে, সে ব্যাপারে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত চুক্তির রূপরেখা তৈরি করতে পেরেছে দুই পক্ষ।
বিশেষজ্ঞদের মতে, অর্থনীতিকে চাঙ্গা করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও পদক্ষেপের ইঙ্গিত করায় এ দিন বাড়তি উৎসাহিত হয় ভারতীয় শেয়ার বাজার। এ নিয়ে টানা পাঁচ দিন বাড়ল সেনসেক্স ও নিফ্টি। পাশাপাশি, বাজারে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ বাড়ার ফলে দেশে ডলারের আমদানিও বেড়েছে। যার ফলে এ দিন টাকার দাম বেশ কিছুটা বেড়েছে। বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম ২৭ পয়সা কমে দাঁড়িয়েছে ৭১.১৬ টাকা। এ দিন বিশ্ব বাজারে অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের নীচে নেমে আসে।