রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। —ফাইল চিত্র।
আর্থিক দিক দিয়ে দেশের সার্বিক উন্নতির জন্য চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে মহিলাদের যোগদান বাড়ানোর ব্যবস্থা করা জরুরি, দাবি রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের। এ জন্য তাঁদের যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায় ব্যাঙ্কের সহায়তা বাড়ানোর সওয়াল করেন তিনি। একই সঙ্গে বার্তা, দেশে আর্থিক বৃদ্ধির হার উঁচু রাখতে পুরনো আর্থিক সংস্কারগুলি এগিয়ে নিয়ে যাওয়া ছাড়াও প্রয়োজন নতুন সংস্কারের পথে হাঁটা।
বণিকসভা ফিকি এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ আয়োজিত এক সভায় দেশের আর্থিক ক্ষেত্রগুলিকে শক্তিশালী করার কথা বলেন শক্তিকান্ত। জানান, ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। চাকরি এবং ব্যবসায় অংশ নেওয়ার নিরিখে পুরুষ-নারীর ফারাক বিরাট। তা কমাতেই লক্ষ্য বেঁধে মহিলাদের শিক্ষা, কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করায় জোর দিতে হবে। উদ্যোগপতি মহিলাদের জন্য ব্যাঙ্কগুলিকে সহজে ঋণ দেওয়ার প্রকল্পও তৈরি করতে বলেন। যাতে দেশ উন্নত হয়ে উঠতে পারে।
অন্য দিকে এ দিন শক্তিকান্তের দাবি, গত এপ্রিল-জুনে আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমলেও, তাকে ঠেলে তোলার মূল উপাদানগুলি ক্রমশ পোক্ত হচ্ছে। তবে সেই চাকায় গতি আনতে নতুন সংস্কারে অনড় থাকতে হবে কেন্দ্রকে। তাঁর বার্তা, আর্থিক বৃদ্ধির সঙ্গে মূল্যবৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। যদিও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আশঙ্কা বহাল। ভাল বর্ষা এবং খরিফ শস্যের উৎপাদনের হাত ধরে তা মাথা নামাতে পারে।