দু’দিনেই সেনসেক্সের লাফ ২,৯৯৭

সংশ্লিষ্ট মহলের দাবি, এই দু’দিনে যে ভাবে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাঙ্কিং ও ভোগ্যপণ্যের মতো সংস্থাগুলির শেয়ার চড়েছে, তাতে পরিষ্কার কর কমানোর এই জ্বালানিতেই ফের শিল্পের লাভ বাড়বে বলে আশা করছেন লগ্নিকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

শেয়ার বাজার আগাম দেওয়ালি দেখেছিল গত শুক্রবার। কেন্দ্র কর্পোরেট কর কমানোর কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে। ১,৯২১.১৫ পয়েন্ট উত্থানের সেই রেশ কাটতে না কাটতেই সোমবার সেনসেক্স লাফাল আরও ১,০৭৫.৪১ পয়েন্ট। ফলে মাত্র দু’দিনের লেনদেনে তা এগিয়ে গেল প্রায় ৩,০০০ পয়েন্ট। আর তার হাত ধরে সূচকটি ফের পেরিয়ে গেল ৩৯ হাজারের গণ্ডি। দাঁড়াল ৩৯,০৯০.০৩ অঙ্কে। প্রায় ৩২৬ বেড়ে ১১,৬০০.২০ পয়েন্টে থিতু হয়েছে নিফ্‌টিও। দু’টি সূচকেরই পা পড়েছে দু’মাসের মধ্যে সবচেয়ে উঁচু অঙ্কে।

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, এই দু’দিনে যে ভাবে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাঙ্কিং ও ভোগ্যপণ্যের মতো সংস্থাগুলির শেয়ার চড়েছে, তাতে পরিষ্কার কর কমানোর এই জ্বালানিতেই ফের শিল্পের লাভ বাড়বে বলে আশা করছেন লগ্নিকারীরা। যদিও প্রশ্ন থাকছেই, এত টাকার কর ছাড় দেওয়ার ফলে রাজকোষ ঘাটতি নাগালের বাইরে চলে যাবে না তো? অনেকের এটাও প্রশ্ন, কর ছাড়ের পদক্ষপ দেশে চাহিদা বাড়াতে কতটা সাহায্য করবে?

বিশেষজ্ঞদের দাবি, বিভিন্ন শ্রেণির শিল্প সংস্থার ক্ষেত্রে করের হার অনেকটাই কমিয়েছে কেন্দ্র। মনে করা হচ্ছে, এতে বহু সংস্থার খরচ কমায় মুনাফা বাড়বে। তখন তারা চাহিদা বাড়াতে পণ্যের দাম কমাবে, ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের বেশি টাকা দেবে, অথবা বাড়তি টাকা লাগাবে মূলধন হিসেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement