দেওয়ালির রেশ বহাল বাজারে

বিশেষজ্ঞদের মতে, বাজার বাড়ার পিছনে একাধিক কারণ কাজ করেছে। যেমন, উৎসবের মরসুমে বেড়েছে কিছু সংস্থার গাড়ি বিক্রি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ০২:৩১
Share:

গত রবিবার মুরতের দিন এক ঘণ্টার বিশেষ লেনদেনে উঠেছিল শেয়ার বাজার। তার পরে দেওয়ালির ছুটি কাটিয়ে মঙ্গলবার ফের গা ঝাড়া দিয়ে উঠল সূচক। সেনসেক্স বাড়ল ৫৮১.৬৪ পয়েন্ট। সূচক ফের পৌঁছল ৪০ হাজারের দোরগোড়ায় (৩৯,৮৩১.৮৪ পয়েন্ট)। বিএসইতে লগ্নিকারীদের শেয়ার সম্পদ এক দিনেই বাড়ল ২.৭৩ লক্ষ কোটি টাকা। অন্য দিকে, নিফ্‌টি বেড়েছে ১৫৯.৭০ পয়েন্ট। চার মাসের মধ্যে এ দিনই সব থেকে উপরে ছিল দুই সূচক।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, বাজার বাড়ার পিছনে একাধিক কারণ কাজ করেছে। যেমন, উৎসবের মরসুমে বেড়েছে কিছু সংস্থার গাড়ি বিক্রি। এখনও পর্যন্ত সংস্থাগুলির প্রকাশিত আর্থিক ফল খুব একটা খারাপ হয়নি। তার উপরে অনেকের আশা, শিল্পের হাল ফেরাতে কেন্দ্র ত্রাণ প্রকল্প চালু করতে পারে। চাহিদা বাড়াতে ছাড় দেওয়া হতে পারে ব্যক্তিগত আয়করে। পাশাপাশি শুল্ক-যুদ্ধে সমাধানের সম্ভাবনা ও ব্রেক্সিটের সময় পিছোনোও বাজারকে চাঙ্গা করতে সাহায্য করেছে।

তবে অনেকের মতে, বাজার এখন স্থিতিশীল নয়। বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘লাইসেন্স ফি জোগাতে গিয়ে জিয়ো ছাড়া বাকি টেলি সংস্থাগুলির সমস্যা বেড়েছে। এর বিরূপ প্রভাব শিল্পে পড়তে পারে। যার আঁচ থেকে বাজারের রেহাই পাওয়া মুশকিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement