প্রতীকী ছবি।
চিনে অশান্তির কারণে বিশ্ব জুড়ে শেয়ার বাজার পড়েছে। ব্যতিক্রম ভারত। সোমবার ফের রেকর্ড উঁচুতে পা রেখেছে সেনসেক্স। মাত্র ২১১.১৬ পয়েন্ট উঠলেও, এই প্রথম ৬২,৫০৪.৮০ অঙ্কে পৌঁছেছে। লেনদেনের মাঝে নজিরবিহীন ভাবে ছুঁয়েছে ৬২,৭০১.৪০। এই নিয়ে টানা পাঁচ দিন নাগাড়ে উঠল সূচক। বাজার মহলের ধারণা, এ ভাবে এগোলে ৬৩ হাজার পেরোতে বেশি সময় লাগবে না। নিফ্টি-ও রেকর্ড গড়ে থিতু হয়েছে ১৮,৫৬২.৭৫-এ। টাকার দাম একটু উঠেছে। ৩ পয়সা পড়ে ডলার হয়েছে ৮১.৬৮ টাকা।
এ দিন এশিয়া, ইউরোপের বেশিরভাগ সূচক পড়েছে কোভিড-নীতি নিয়ে চিনে অস্থিরতার জেরে। আশঙ্কা, এতে ফের বিশ্ব অর্থনীতিতে চাহিদা ধাক্কা খেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতে বাজার ওঠার কারণ একাধিক— শেয়ারে বিদেশি লগ্নি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দরের ৩.৪৮% বৃদ্ধি। তেলের আমদানি খরচ কমায় দেশে জ্বালানি সস্তা হলে মূল্যবৃদ্ধি মাথা নামাবে। লগ্নিকারীদের আশা, এতে বৃদ্ধির চাকায় গতি আসবে।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর অবশ্য দাবি, সূচকের উত্থানের মূলে অর্থনৈতিক কারণ নেই। তিনি বলেন, ‘‘মূলত রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের শেয়ার দর তাকে ঠেলে তুলেছে। সূচকে সংস্থাটির শেয়ারের গুরুত্ব (ওয়েটেজ) ১৩%। যে কারণে বাকি শেয়ারের দাম তেমন বাড়েনি।’’ উত্থানে মিউচুয়াল ফান্ডের বড় ভূমিকা রয়েছে বলেও মনে করেন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ। তিনি বলেন, ‘‘শেয়ার ভিত্তিক ফান্ডে লগ্নির জোরালো প্রচারে বহু মানুষ সাড়া দিচ্ছেন। বাজারের দৌড় মূলত সেই কারণে। তবে ওই লগ্নিতে ঝুঁকির দিকটিও ভাল ভাবে তুলে ধরা উচিত। যাতে সাধারণ লগ্নিকারী সতর্ক হয়ে পা ফেলেন। যেটা এখন হচ্ছে না।’’