Stock Market Surge

মহারাষ্ট্র ভোটে ‘মহাজুটি’র জয়ে ছুটল ষাঁড়! ফের ৮০ হাজার পেরল বাজার

মহারাষ্ট্র ভোটে বিজেপি-শিন্ডে-অজিত পাওয়ারের জোট জিততেই চাঙ্গা হল শেয়ার বাজার। ১৯ দিন পর ফের ৮০ হাজার পেরল সেনসেক্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৮
Share:

—প্রতীকী ছবি।

‘মহাজুটি’ জোট জিততেই ছুটল শেয়ার বাজার! সপ্তাহের প্রথম দিনেই ৮০ হাজার ছাড়াল সেনসেক্স। প্রায় হাজার পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই স্টক সূচক। ৬ নভেম্বর শেষবার ৮০ হাজার পেরিয়েছিল সেনসেক্স। অন্য দিকে নিফটি চড়েছে ৩১৪ পয়েন্ট। বাজারের এই রকেট গতির নেপথ্যে বিজেপি-শিন্ডে-অজিত পাওয়ায় বিপুল আসন জয়কেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

Advertisement

সোমবার, ২৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৮০,১৯৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের শেষে সামান্য নেমে ওই সূচক ৮০,১০৯.৮৫ পয়েন্টে চলে আসে। এ দিন ৯৯২.৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। শতাংশের নিরিখে যা ১.২৫। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৭৩.০৮ পয়েন্টে উঠেছিল বিএসইর সূচক।

এ দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় ২৪,২২১.৯০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সূচক। এ দিন ৩১৪.৬৫ পয়েন্ট ঊর্ধ্বমুখী ছিল নিফটির সূচক। এই বাজার ১.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতে ২৪,২৫৩.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছিল এনএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩৫১.৫৫ পয়েন্টে ওঠে নিফটি।

Advertisement

ব্রোকারেজ ফার্মগুলি জানিয়েছেন, সোমবার ১৩টি সেক্টরের স্টকের লেখচিত্রে রকেট গতি দেখা গিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার দাম বেড়েছে সাড়ে চার শতাংশ। বিএসইতে ছোট এবং মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক দু’শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

সেনসেক্স সবচেয়ে লাভবান হয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং বজ়াজ ফিনসার্ভের লগ্নিকারীরা। মঙ্গলবার, ২৬ নভেম্বর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে। ফলে চলতি সপ্তাহে বাজার চাঙ্গা থাকবে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement