Share Market

সুদ-বার্তায় চাঙ্গা সূচক

ই উত্থানের ফলে বিএসই-তে লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়ে গিয়েছে ৫.৭২ লক্ষ কোটি টাকা। এ দিন নিফ্‌টি-ও ১৭২.৮৫ উঠে আবার ২২ হাজারের ঘরে ঢুকেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ০৮:৪৫
Share:

—প্রতীকী ছবি।

আমেরিকায় চলতি বছরেই তিন দফা সুদ কমবে বলে ফের সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের আশ্বাস বিশ্ব জুড়ে শেয়ার বাজারকে চাঙ্গা করে দিল। ভারতেও সেনসেক্স ৫৩৯.৫০ পয়েন্ট লাফিয়ে দিন শেষ করল ৭২,৬৪১ অঙ্কে। তবে সকালে সূচকটি প্রায় ৭৮১ পয়েন্ট চড়ে গিয়েছিল। সেই উত্থান ধরে রাখতে পারেনি উঁচু বাজারে হাতের শেয়ার বিক্রি করে অনেকের মুনাফা তোলার চাপে।

Advertisement

এই উত্থানের ফলে বিএসই-তে লগ্নিকারীদের শেয়ার সম্পদ বেড়ে গিয়েছে ৫.৭২ লক্ষ কোটি টাকা। এ দিন নিফ্‌টি-ও ১৭২.৮৫ উঠে আবার ২২ হাজারের ঘরে ঢুকেছে। থিতু হয়েছে ২২,০১১.৯৫ অঙ্কে। সংশ্লিষ্ট মহলের মতে, বেশ কিছু দিন ধরে দেশের শেয়ার বাজার অস্থির। আমেরিকার সুদ কমানোর বার্তায় লগ্নিকারীরা কিছুটা অন্তত স্বস্তি পেলেন।

এপ্রিলের গোড়ায় ভারতে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি বৈঠক রয়েছে। তারা সুদ নিয়ে কী বার্তা দেয়, সেটাই এখন দেখার। ভোটের আগে সুদ কমানোর কোনও আশা আছে কি না, সেই প্রশ্নও রয়েছে একাংশের মধ্যে। যদিও দেশে খাদ্যপণ্যের দাম এখনও চড়া। বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কথা ইতিপূর্বে বলেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। খুচরো মূল্যবৃদ্ধি ৫.১%।

Advertisement

ব্রিটেনে মূল্যবৃদ্ধির হার আড়াই বছরের সর্বনিম্ন হওয়ায় সেখানকার শীর্ষ ব্যাঙ্ক ব্যাঙ্ক অব ইংল্যান্ড এ বার সুদের হার কমাবে কি না, সেই প্রশ্নও উঠছিল। কিন্তু এ দিন তা হয়নি। আপাতত সুদের হার স্থির রেখেছে তারাও। তবে আগামী মাসগুলিতে সুদ কমানো হবে বলে ফেড রিজ়ার্ভের মতো তেমন পরিষ্কার ইঙ্গিত দেয়নি। এই অবস্থায় বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে সুদের হার ছেঁটেছে শুধু সুইস ন্যাশনাল ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement