sensex

চাঙ্গা শেয়ার বাজার, সর্বকালীন উচ্চতায় সেনসেক্স, রেকর্ডের দোরগোড়ায় নিফটিও

বাজারকে বেশি চাঙ্গা করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শেয়ারের ঊর্ধ্বগতি। দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যঙ্কগুলির শেয়ারের দর অনেকটাই বৃদ্ধি পায়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৪:১২
Share:

বৃহস্পতিবার বাজার খোলামাত্রই বাজার ছিল ঊর্ধ্বমুখী।

সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছল শেয়ারবাজার। বৃহস্পতিবার বাজার খোলামাত্রই বাজার ছিল ঊর্ধ্বমুখী। এর আগে পর্যন্ত মুম্বই শেয়ার সূচকের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪০৩১২। সেটা ছিল ৪ জুন। তার পর থেকে বাজার পড়তে শুরু করে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কর্পোরেট কর কমানোর ঘোষণার পর থেকেই ফের বাজার চাঙ্গা হয়ে ওঠে। সেই গতিতেই শুক্রবার সেনসেক্স এক সময় পৌঁছে যায় ৪০৩২৫ পয়েন্টে, যা আগের সর্বকালীন রেকর্ডকে ছাপিয়ে যায়।

Advertisement

সমান তালে উত্থান ন্যাশনাল ফিফটি নিফটিরও। তবে আজ বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ডে পৌঁছয়নি নিফটি। এখনও পর্যন্ত ৩ জুন ১২১০৩ রোকর্ড অক্ষত রয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ উঠেছিল ১১৯৪৫ পয়েন্ট।

বাজারকে বেশি চাঙ্গা করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শেয়ারের ঊর্ধ্বগতি। দেশের রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যঙ্কগুলির শেয়ারের দর অনেকটাই বৃদ্ধি পায়। এদিন এশিয়ার অন্যান্য বাজারের শেয়ারগুলির দর বৃদ্ধি পায়। পাশাপাশি, মার্কিন ব্যাঙ্কগুলি সুদের হার কমানোয় আগের তুলনায় আরও বেড়েছে মার্কিন শেয়ারগুলিও।

Advertisement

আরও পড়ুন: এনপিএসে লগ্নির সুবিধা ওসিআইকে

আরও পড়ুন: কালো টাকা রুখতে এ বার সোনায় নজর সরকারের! কর বসানোর ভাবনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement