Sensex

Sensex: মুনাফার টানে নামল সূচক

বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, একটা সময় ছিল যখন ভারতের বাজার তেজি বা দুর্বল হত বিশ্বের বাকি দেশগুলির বাজারের দিকে তাকিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ০৬:১৫
Share:

প্রতীকী ছবি।

মঙ্গলবার ৬২,০০০ পয়েন্ট ছুঁয়েও লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলার হিড়িকে নেমে এসেছিল সেনসেক্স। একই কারণে শেয়ার বাজার পড়ল বুধবারও। আগের দিন ৪৯.৫৪ পয়েন্ট পড়ার পর এ দিন সেনসেক্সের পতন হয়েছে ৪৫৬.০৯ অঙ্ক। নিফ্‌টি পড়েছে ১৫২.১৫। দুই সূচক থেমেছে যথাক্রমে ৬১,২৫৯.৯৬ ও ১৮,২৬৬.৬০ অঙ্কে। তবে এ দিন টাকার দাম অনেকটাই বেড়েছে। প্রতি ডলারের দাম ৪৭ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৪.৮৮ টাকা।

Advertisement

বাজার বিশেষজ্ঞদের বক্তব্য, একটা সময় ছিল যখন ভারতের বাজার তেজি বা দুর্বল হত বিশ্বের বাকি দেশগুলির বাজারের দিকে তাকিয়ে। কিন্তু বেশ কিছু দিন ধরেই এ দেশের শেয়ার বাজার ওঠা-নামা করছে নিজের মর্জিতে। হালে অনেক সময়েই বিশ্বের বাজারগুলিতে পতন হলেও ভারতের সূচক ছুঁয়েছে রেকর্ড অঙ্ক। আবার বুধবার হয়েছে ঠিক উল্টো।

সূচকের এই পতনকে অবশ্য স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞেরা। স্টুয়ার্ট সিকিউরিটিজ়ের চেয়ারম্যান কমল পারেখ বলেন, ‘‘বাজারে নগদের জোয়ার চলতে থাকায় বিভিন্ন শেয়ারের দাম কৃত্রিম ভাবে অনেকটা উপরে উঠে রয়েছে। তাই সংশোধন জরুরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement