পর পর তিন বার সুদ ছাঁটাইও খুশি করতে পারল না বাজারকে। ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলির (এনবিএফসি) ঋণ ও নগদের সঙ্কট কাটানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক নির্দিষ্ট পদক্ষেপ না-করায় এ বছরের সব চেয়ে বড় পতনের মুখোমুখি হল শেয়ার বাজার। বিশেষজ্ঞদের মতে, আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমানো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য যুদ্ধেরও কিছুটা ভূমিকা রয়েছে সূচকের এই পতনে। এ দিন ৫৫৩.৮২ পয়েন্ট পড়ে সেনসেক্স বন্ধ হয়েছে ৩৯,৫২৯.৭২ অঙ্কে। ১৭৭.৯০ পয়েন্ট পড়ে ১১,৮৪৩.৭৫ পয়েন্টে থেমেছে নিফ্টি।
এ দিন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, এনবিএফসি ক্ষেত্রে কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না তাঁরা। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, নগদের খরা কাটাতে নির্দিষ্ট পদক্ষেপ প্রত্যাশা করেছিল বাজার।