প্রতীকী ছবি।
ফের ৬০ হাজারের সীমা পার করল সেনসেক্স। বুধবার বাজার বন্ধের সময় বিএসই সূচক ৬০ হাজারের উপরেই রয়েছে। পয়েন্ট বেড়েছে নিফটি সূচকেরও।
বুধবার সকালে বাজার খোলার কিছু সময় পরেই সেনসেক্সের দৌড় শুরু হয়েছিল। দিনের শেষে বাজার বন্ধের সময় আগের দিনের থেকে ৪২০ পয়েন্ট বেড়ে তা ৬০ হাজারে থিতু হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম বার ৬০ হাজারের সীমা পার করেছিল সেনসেক্স।
একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও বুধবার বাজার বন্ধের সময় আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯০০ ছুঁয়েছে। মূলত ব্যাঙ্ক-সহ অর্থলগ্নি সংস্থা এবং তথ্য প্রযুক্তি সংস্থাগুলিই বিনিয়োগকারীদের বুধবার লাভের মুখ দেখিয়েছে শেয়ার বাজার।