ছবি পিটিআই।
অতিমারি, অর্থনীতির মন্দা— কোনও কিছুকে তোয়াক্কা না-করে সূচক ছুটছে আপন মনে। মার্চে যে সেনসেক্স নেমেছিল ২৬ হাজারের নীচে, তা-ই অক্টোবর থেকে দু’মাসে ৪০ হাজার থেকে লাফ দিয়েছে ৪৬ হাজারের ঘরে। মোট উত্থান ৫৯২০.৮৩ পয়েন্ট। বুধবার এই প্রথম ৪৬,১০৩.৫০ অঙ্কে থেমে সেনসেক্স নতুন রেকর্ড গড়েছে। বেড়েছে ৪৯৫ পয়েন্ট। নিফ্টিও ১৩৬ পয়েন্ট বেড়ে নজিরবিহীন ১৩,৫২৯।
বিশেষজ্ঞদের দাবি, এ দিনের উত্থানের মূল কারণ ব্রিটেনে করোনা টিকার প্রয়োগ শুরু। লগ্নিকারীর আশা, পুরোদমে আর্থিক কর্মকাণ্ড শুরুর পথ খুলল এ বার। ভারতেও তা শুরু হলে অর্থনীতি চাঙ্গা হবে। টিকা প্রয়োগের আবেদনও করেছে ওষুধ সংস্থাগুলি।
তবে ক্ষুদ্র লগ্নিকারীদের সতর্ক করে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় কুমার আগরওয়াল বলেন, ‘‘এই বাজারে যে কোনও সময়ে সংশোধন আসতে পারে।’’ আর বিএনকে ক্যাপিটাল মার্কেটসের এমডি অজিত খণ্ডেলওয়ালের বার্তা, ‘‘বিদেশি লগ্নিকারীর হাত ধরে বিপুল নগদ ঢুকছে। এটা চললে উত্থান বহাল থাকবে। কিন্তু দীর্ঘ মেয়াদে বাজারে স্থিরতা আনতে পতনও জরুরি।’’