নথিভুক্ত শেয়ার, বন্ডে লগ্নি ফান্ডের

ভারতে বিদেশি আর্থিক লগ্নিকারী সংস্থাগুলির (ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স বা এফপিআই) পুঁজি ঢালার পথ সহজ করা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০৪:০৯
Share:

সেবির সিদ্ধান্ত, ঝুঁকি কমাতে ফান্ডকে বাজারে নথিভুক্ত বা নথিভুক্ত হবে, এমন সংস্থার শেয়ার ও বন্ডেই লগ্নি করতে হবে।

লগ্নিকারীদের পুঁজি সুরক্ষিত রাখতে পদক্ষেপ করার ইঙ্গিত বহু দিন ধরেই দিচ্ছিল বাজার নিয়ন্ত্রক সেবি। অবশেষে পর্ষদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নিল তারা। বুধবার তাদের করা পদক্ষেপগুলির মধ্যে এক দিকে আছে ফান্ডে লগ্নিকারীদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা। অন্য দিকে, ভারতে বিদেশি আর্থিক লগ্নিকারী সংস্থাগুলির (ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স বা এফপিআই) পুঁজি ঢালার পথ সহজ করা।

Advertisement

সেবির সিদ্ধান্ত, ঝুঁকি কমাতে ফান্ডকে বাজারে নথিভুক্ত বা নথিভুক্ত হবে, এমন সংস্থার শেয়ার ও বন্ডেই লগ্নি করতে হবে। তুলতে হবে অনথিভুক্ত সংস্থায় থাকা পুঁজি। যদিও অনথিভুক্ত সংস্থার নন কনর্ভাটিবল ডিবেঞ্চারে লগ্নি করা যাবে। তবে তা ঋণপত্রে লগ্নির জন্য নির্দিষ্ট তহবিলের ১০ শতাংশের বেশি নয়। রেটিং নেই এমন সংস্থাতেও বেশি তহবিল খাটানো চলবে না।

অন্য দিকে, এ দিন এফপিআইদের কেওয়াইসি বিধিও শিথিল করেছে সেবি। স্টার্ট-আপকে উৎসাহ দিতে সিদ্ধান্ত নিয়েছে তাদের সহজে স্টক এক্সচেঞ্জে নথিভুক্তিতে সায় দেওয়ার।

Advertisement

পদক্ষেপ

• ফান্ড শুধু নথিভুক্ত বা নথিভুক্ত হবে এমন সংস্থার শেয়ার ও বন্ডেই লগ্নি করবে।
• রেটিং না থাকা সংস্থায় লগ্নি ২৫% থেকে নামাতে হবে ৫ শতাংশে।
• রেটিং সংস্থার কাছে
ব্যাঙ্কগুলিকে ঋণখেলাপির নাম জানাতে হবে।
• সংস্থার অভ্যন্তরীণ খবর জানার সুযোগ নিয়ে কেউ শেয়ার কেনাবেচা করেছে, এই খবর সেবি বা উপযুক্ত কর্তৃপক্ষকে দিলে পুরস্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement