সুদ ঠিক করার নয়া ব্যবস্থা স্টেট ব্যাঙ্কে

বার বারই অভিযোগ উঠেছে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমালেও তার সুবিধা মানুষকে দেয় না বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। শীর্ষ ব্যাঙ্ক ও কেন্দ্রও এ নিয়ে ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে। শেষ পর্যন্ত আরবিআই জানায়, চাইলে ব্যাঙ্কগুলি সুদ স্থির করার নতুন মাপকাঠি বাছতে পারবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০২:০৫
Share:

প্রতীকী ছবি।

বার বারই অভিযোগ উঠেছে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমালেও তার সুবিধা মানুষকে দেয় না বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। শীর্ষ ব্যাঙ্ক ও কেন্দ্রও এ নিয়ে ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে। শেষ পর্যন্ত আরবিআই জানায়, চাইলে ব্যাঙ্কগুলি সুদ স্থির করার নতুন মাপকাঠি বাছতে পারবে। সেই অনুসারে শুক্রবার নতুন মাপকাঠির কথা ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। জানাল, এখন থেকে শর্ত সাপেক্ষে রেপো রেটের (যে সুদে আরবিআইয়ের থেকে স্বল্প মেয়াদে ধার নেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি) উপর ভিত্তি করে সুদের হার ঠিক করবে তারা। ব্যাঙ্ক বলেছে—

Advertisement

• যাঁদের সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ বা তার বেশি টাকা আছে, তাঁরা রেপো রেটের উপরে ভিত্তি করে সুদ পাবেন।

• ১ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রেও রেপো রেটের উপর ভিত্তি করে সুদের হার (৬.২৫% রেপো রেটের সঙ্গে যুক্ত হবে নির্দিষ্ট সুদ) ঠিক হবে। তবে শেষ পর্যন্ত তার হার কী হবে, তা নির্ভর করবে ঝুঁকির উপরে।

Advertisement

• এই নিয়ম ১ মে থেকে কার্যকর হবে।

গত ঋণনীতিতে সুদ ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অন্য দিকে, বর্তমানে স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদ ৩.৫০%। অর্থাৎ নতুন ব্যবস্থা চালু হলে ওই হার এক লাফে ২৭৫ বেসিস পয়েন্ট বেড়ে যাবে। অবশ্য এর মধ্যে যদি রেপো রেট পরিবর্তন না করে রিজার্ভ ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement