Tech

স্যামসাং নিয়ে এল তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত গ্যালাক্সি এ২০ ফোন

পুজোর সময় অত্যাধুনিক তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১৪:১৭
Share:

তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং। ছবি- এএফপি

স্মার্টফোনের বাজার ধরতে পুজোর সময় অত্যাধুনিক তিনটি রিয়ার ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন নিয়ে এল স্যামসাং।

Advertisement

স্যামসাং গ্যালাক্সি এ২০ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। অত্যাধুনিক ডলবি সাউন্ডের সুবিধাযুক্ত এই ফোনে রয়েছে কোয়ালকম প্রসেসর। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজযুক্ত ফোনের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজযুক্ত ফোনের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। কালো, নীল, সবুজ এই তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে।

এই ফোনের সবথেকে বড় সুবিধে হল এর তিনটি রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল এর তিনটি ক্যামেরা রয়েছে এই ফোনে। এ ছাড়াও সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এ২০ এই স্মার্টফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর।

Advertisement

আরও পড়ুন: ফোন ধরতে থাকতে হবে কান পেতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement