শীর্ষ ব্যাঙ্কেও গেরুয়া ছোঁয়া!

এঁরা হলেন এস গুরুমূর্তি ও সতীশ মরাঠে। রাজনৈতিক পরিসরে যাঁরা আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০২:৩৫
Share:

—ফাইল চিত্র।

রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডে আংশিক সময়ের নন-অফিশিয়াল ডিরেক্টর পদে ৪ বছরের জন্য দু’জনের নিয়োগ চূড়ান্ত করল মন্ত্রিসভার নিয়োগ কমিটি। এঁরা হলেন এস গুরুমূর্তি ও সতীশ মরাঠে। রাজনৈতিক পরিসরে যাঁরা আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

Advertisement

গুরুমূর্তি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং অর্থনীতিবিদ। তার পাশাপাশি সঙ্ঘের শাখা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চের আহ্বায়ক। কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের পক্ষেও মুখ খুলেছিলেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অতীতে রিজার্ভ ব্যাঙ্ক ও তার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে তীব্র আক্রমণ করেছিলেন গুরুমূর্তি।

অন্য দিকে, ব্যাঙ্কিং ক্ষেত্রের পেশাদার মরাঠে আবার ছাত্র জীবনে এবিভিপির পদাধিকারী ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement