BPCL

বিপিসিএলে চোখ রুশ তেল সংস্থার 

গত ২০ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, বিপিসিএলে সরকারের ৫২.৯৮% অংশীদারির পুরোটাই বিক্রি করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৫
Share:

ভারত ২০২০ সালে ২০ লক্ষ টন অশোধিত তেল নির্দিষ্ট দামে আমদানি করবে রাশিয়া থেকে

রাশিয়ার বৃহত্তম তেল সংস্থা রসনেফ্টের সঙ্গে বুধবার আমদানি সংক্রান্ত চুক্তি সই করল ইন্ডিয়ান অয়েল। সেই অনুযায়ী নির্দিষ্ট দামে রাশিয়া থেকে বছরে ২০ লক্ষ টন তেল আমদানি করবে ভারত। তার ঠিক আগে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে রুশ সংস্থাটির সিইও ইগর সেচিনের বৈঠক ঘিরে শুরু হল জল্পনা। সরকারি সূত্রের খবর, ভারত পেট্রোলিয়ামে (বিপিসিএল) কেন্দ্রের অংশীদারি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারে রসনেফ্ট। এ ছাড়াও সৌদি আরবের অ্যারামকো এবং সংযুক্ত আরব আমিরশাহির অ্যাডনক বিপিসিএলের অংশীদারি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারে। অনেকের মতে, সেই পথ ধরেই ভারতের জ্বালানির বাজারে আরও বড় ভাবে পা-বাড়ানোর পরিকল্পনা করেছে বিশ্বের বড় বড় জ্বালানি সংস্থা।

Advertisement

গত ২০ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, বিপিসিএলে সরকারের ৫২.৯৮% অংশীদারির পুরোটাই বিক্রি করা হবে। সিদ্ধান্ত কার্যকর হলে সেটিই হবে এখনও পর্যন্ত দেশের বৃহত্তম বেসরকারিকরণ প্রক্রিয়া। সে ক্ষেত্রে রাজকোষে ৫৩,০০০ কোটি টাকা আসতে পারে। আগামী অর্থবর্ষের মধ্যেই বিলগ্নিকরণের এই কাজ শেষ করতে চাইছে সরকার।

রসনেফ্ট ঠিকুজি

Advertisement

রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদক সংস্থা। সূত্রের খবর, বিপিসিএলে কেন্দ্রের অংশীদারি হাতে নিতে আগ্রহী তারা
•ভারতে নায়ারা এনার্জিতে (সাবেক এসার অয়েল) ৪৯.১৩% অংশীদারি। যাদের দেশে ৫৬২৮টি পেট্রল পাম্প ও গুজরাতে শোধনাগার রয়েছে
•ইন্ডিয়ান অয়েলের সঙ্গে চুক্তি সই রসনেফ্টের। যার ফলে ভারত ২০২০ সালে ২০ লক্ষ টন অশোধিত তেল নির্দিষ্ট দামে আমদানি করবে রাশিয়া থেকে

বিপিসিএল কেন

•ভারতে পেট্রোপণ্যের খুচরো ব্যবসা বাড়াতে চায় রসনেফ্ট
•বিপিসিএলের হাতে রয়েছে ১৫,১৭৭টি পেট্রল পাম্প, ৬০১১টি এলপিজি বিতরণ এজেন্সি এবং ৫১টি এলপিজি বটলিং কারখানা। রয়েছে ৫০টির বেশি বিমানের জ্বালানি স্টেশন
•সংস্থাটিতে কেন্দ্রের অংশীদারি হাতে নিলে এই সমস্ত ব্যবসাই আসবে তাদের হাতে
•সেই সঙ্গে রয়েছে মুম্বই, কোচি, মধ্যপ্রদেশ এবং অসমের শোধনাগার
•গত বছর মার্চ পর্যন্ত দেশে পেট্রোপণ্যের চাহিদার ২১% সরবরাহ করেছে বিপিসিএল

ভারতে আগ্রহ

•সূত্রের খবর, বিপিসিএলে আগ্রহ রয়েছে সৌদি অ্যারামকো, সংযুক্ত আরব আমিরশাহির অ্যাডনকের
•রিলায়্যান্সের তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যালস ব্যবসার অংশীদারি কিনতে আগ্রহী অ্যারামকো
•ভারতে ব্যবসা আরও বাড়াতে চায় ফ্রান্সের টোটাল, রাশিয়ার রসনেফ্ট

ভারতের তেলের বাজারে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিদেশি সংস্থাগুলির আগ্রহ এই প্রথম নয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ ভারত। জ্বালানি ব্যবহারের বৃদ্ধির দিক থেকে বৃহত্তম। সূত্রের খবর, দেশের বাজারে প্রতিযোগিতা বাড়াতে কেন্দ্র নিজেও চাইছে সৌদি অ্যারামকো, ফ্রান্সের টোটাল এবং এক্সনমোবিলের মত সংস্থাগুলি খুচরো ব্যবসায় আরও বেশি করে বিনিয়োগ করুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement