মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়াল টাকার দাম। এ দিন সকালের লেনদেনে ডলারের সাপেক্ষে টাকার দর বেড়েছে ১৫ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৬৬.৪৬ টাকা। ব্যাঙ্ক এবং রফতানিকারীরা ডলার বিক্রি করাই টাকার ঘুরে দাঁড়ানোর কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রসঙ্গত, সোমবার এক ধাক্কায় ৪৭ পয়সা পড়েছিল টাকা।
চিনা অর্থনীতি নিয়ে আশঙ্কার জেরে গত কাল নেমেছে শেয়ার বাজার। পড়তি বাজারে বিদেশি লগ্নিকারীরা শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার বিরূপ প্রভাব পড়ে টাকার দরে। পাশাপাশি, আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম বেড়ে যাওয়া-সহ নানা কারণে আমদানিকারীদের কাছ থেকে ডলারের চাহিদা বেড়ে যায়। যার ফলে গত কাল টাকায় বাড়ে মার্কিন মুদ্রাটির দাম।