Rupee

Rupee vs. Dollar: পতনে রেকর্ড গড়ে ডলারের তুলনায় টাকা তলানিতে, পতন শেয়ার বাজারেও

পতন দেখেছে শেয়ার বাজারও। বাজার খোলার পর ৩৯৯.৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২,৬১৯.২৫-এ। নিফটি ১৩০.২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫,৬৫০।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:১৩
Share:

ফাইল ছবি।

ধাক্কায় ধাক্কায় জর্জরিত টাকা। আবার পতন টাকার দামে। শুক্রবার বাজার খুলতেই এক ডলারের নিরিখে টাকার দাম দাঁড়াল সর্বনিম্ন। ৫ পয়সা কমে এখন এক ডলারের দাম দাঁড়াল ৭৯ টাকা ১১ পয়সা। যা সর্বকালীন রেকর্ড। জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

শুক্রবার সকালে পতন দেখেছে শেয়ার বাজারও। বাজার খোলার পর ৩৯৯.৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২,৬১৯.২৫-এ। নিফটি ১৩০.২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫,৬৫০।

শুক্রবার সকালেও টাকার দামে পতন অব্যাহত থাকার ফলে চলতি অর্থবর্ষে ডলারের তুলনায় টাকার দামের প্রায় ৬ শতাংশ অবমূল্যায়ন নথিভুক্ত হল। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির জেরেই কি বাড়তি চাপে টাকা?

Advertisement

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, টাকার দামে এমন পতনের অন্যতম কারণ, ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই-এর মূলধন তুলে নেওয়া এবং অতি অবশ্যই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement