২৪ হাজার কোটির রেল পরিকাঠামো প্রকল্পে অনুমতি

দেশের পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করতে কোমর বেঁধেছে কেন্দ্র। সেই লক্ষ্যে বুধবার দেশ জুড়ে রেল সংযোগ ব্যবস্থা সম্প্রসারণের জন্য ন’টি রাজ্যের মোট ৯টি প্রকল্পে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সব মিলিয়ে যেগুলির খরচ ধরা হয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:০২
Share:

দেশের পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করতে কোমর বেঁধেছে কেন্দ্র। সেই লক্ষ্যে বুধবার দেশ জুড়ে রেল সংযোগ ব্যবস্থা সম্প্রসারণের জন্য ন’টি রাজ্যের মোট ৯টি প্রকল্পে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। সব মিলিয়ে যেগুলির খরচ ধরা হয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। প্রকল্পগুলির আওতায় তৈরি হবে মোট ১৯৩৭.২৮ কিলোমিটার রেলপথ। এর মধ্যে রয়েছে খড়্গপুর (নিমপুরা) ও আদিত্যপুরের (ঝাড়খণ্ড) মধ্যে ১৩২ কিলোমিটার লম্বা থার্ড লাইন নির্মাণ প্রকল্প।

Advertisement

এ দিন অনুমোদন পেয়েছে ৬,৪৬১ কোটি টাকা খরচে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ১,১২০ কিলোমিটার জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পও। যা করা হবে বিশ্বব্যাঙ্কের সহায়তায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement