কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। ফাইল চিত্র।
কর্মসংস্থান এবং চাহিদা বাড়াতে পরিকাঠামোয় খরচের বার্তা আগেই দিয়েছে কেন্দ্র। প্রশ্ন ছিল, পুঁজি কোথা থেকে আসবে। সে ক্ষেত্রে সড়ক তৈরির জন্য মূলধনী বাজার থেকে টাকা জোগাড়ের কথা বলেছিলেন মন্ত্রী নিতিন গডকড়ী। বৃহস্পতিবার তিনি জানালেন, ১৯ তারিখ ভারতে এই প্রথম শিওরিটি বন্ড ইনশিওরেন্স প্রোডাক্ট চালু করবে সড়ক পরিবহণ মন্ত্রক। উদ্দেশ্য, পরিকাঠামো উন্নয়নে নগদ জোগানো।
এ দিন বণিকসভা সিআইআইয়ের অনুষ্ঠানে গডকড়ী বলেন, ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো জাতীয় সড়কের উন্নয়ন ঘটছে দ্রুত গতিতে। পুঁজি জুগিয়ে সেই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে আনা হচ্ছে ওই বন্ড। রাস্তা তৈরি করে যে ঠিকাদার সংস্থা, আর্থিক ভাবে তাদের স্বস্তি দিতেই সরকারের এই পদক্ষেপ।
সূত্রের দাবি, মূলধনের অভাবে সড়ক উন্নয়নের কাজের বরাত পেতে যাতে তুলনায় ছোট সংস্থাগুলিরও অসুবিধা না হয় এবং নির্মাণে ঠিকাদার সংস্থা যাতে বেশি পুঁজি ঢালতে পারে, সেই জন্যই শিয়োরিটি বন্ড প্রকল্পের পরিকল্পনা। এটি কর্পোরেট বন্ড (বিভিন্ন সংস্থা ব্যবসা সম্প্রসারণের টাকা তুলতে যে ঋণপত্র বাজারে বেচে) এবং ব্যাঙ্কের আর্থিক নিশ্চয়তার (গ্যারান্টি) থেকে আলাদা প্রকল্প।
পরিকাঠামো প্রকল্পে ব্যাঙ্ক গ্যারান্টি চায় বরাতদাতা। কিন্তু তাতে ঠিকাদারের কার্যকরী মূলধন আটকে থাকে। শিয়োরিটি বন্ডে শুধু প্রিমিয়াম দিয়েই গ্যারান্টির ব্যবস্থা করা যাবে।