Real Estate

ছাঁটাই দু’লক্ষ ছাড়ানোর আশঙ্কা আবাসনেও

সেই সংখ্যাটা আগামী দিনে দু’লক্ষে গিয়ে দাঁড়াতে পারে। আবাসন সংস্থাগুলি থেকে যাওয়া কর্মীদের বেতনও কমাচ্ছে বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও মুম্বই শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০৬:০৬
Share:

প্রতীকী ছবি।

নোট বাতিল, জিএসটির পরে অর্থনীতির ঝিমুনি তো ছিলই। তার উপরে থাবা বসিয়েছে করোনা ও তার জেরে চলা লকডাউন। ফলে ফের আবাসন শিল্পে তৈরি হয়েছে ছাঁটাইয়ের আশঙ্কা। সংশ্লিষ্ট শিল্পের সমীক্ষাই বলছে, বিক্রি প্রায় উধাও। কবে তা বাড়বে বলা যাচ্ছে না। যার জেরে আবাসন শিল্পে ইতিমধ্যেই ৬০ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। সেই সংখ্যাটা আগামী দিনে দু’লক্ষে গিয়ে দাঁড়াতে পারে। আবাসন সংস্থাগুলি থেকে যাওয়া কর্মীদের বেতনও কমাচ্ছে বলে খবর। এ দিকে, এর মধ্যেই আবাসন শিল্পের একাংশের চিন্তা বাড়াচ্ছে জিএসটি। বিশেষত যে সমস্ত সংস্থা গত বছরে চালু হওয়া কম হারে করের সুবিধা নিয়েছে, সমস্যা হবে তাদের বেশি। কারণ নিয়ম অনুসারে, আগে মেটানো করের সুবিধা ছেড়ে ৫% এবং ১% হারে করের সুযোগ নিলে বাধ্যতামূলক ভাবে সংস্থাগুলিকে ৮০% কাঁচামাল কিনতে হবে নথিভুক্ত সংস্থার থেকে। তা না-পারলে, ব্যবহৃত কাঁচামাল ও পরিষেবার উপরে বসবে ১৮% কর। আর সিমেন্টে ২৮%। আর তা দিতে হবে ৩০ জুনের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement