প্রতীকী ছবি।
এক-দু’হাজার কোটি টাকার ব্যাপার নয়!
বিভিন্ন বহুজাতিক সংস্থা এবং ব্যক্তির কর ফাঁকির কারণে প্রতি বছর ভারতের ৭৫,০০০ কোটি টাকা কর সংগ্রহ কম হয়। যা দেশের জিডিপি-র ০.৪১%। বিশ্ব জুড়ে এই অঙ্ক ৪২,৭০০ কোটি ডলারেরও (৩১ লক্ষ কোটি টাকা) বেশি। যা দেশগুলির ৩ কোটি ৪০ লক্ষ স্বাস্থ্যকর্মীর সারা বছরের বেতনের সমান। আন্তর্জাতিক সংস্থা ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক, পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্যাক্স জাস্টিস যৌথ ভাবে এই সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছে। সেখানে বিভিন্ন দেশে কর ফাঁকির ধরন এবং সেই সমস্যা দূর করতে সরকারগুলি কী পদক্ষেপ করছে, সে সম্পর্কে সবিস্তার আলোচনা করা হয়েছে।
রিপোর্টে জানানো হয়েছে, ভারতের ক্ষেত্রে বহু সংস্থা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আইনের ফাঁককে কাজে লাগিয়ে আর্থিক লেনদেন করে। পুঁজি যাওয়া-আসা হয় মরিশাস, সিঙ্গাপুর, নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশের মাধ্যমে। এর ফলে বছরে ৭০,০০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয় ভারতের। প্রায় ৫০০০ কোটি টাকা কম আয় হয় ব্যক্তিগত কর ফাঁকির জন্য। এই গোটা অঙ্ক দেশের স্বাস্থ্য বাজেটের ৪৪.৭%। শিক্ষা খাতে খরচের ১০.৬৮%।