চিন্তা বাড়াল শিল্প, মূল্যবৃদ্ধিও

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০২:৫৬
Share:

এক দিকে জুনে আরও বাড়ল খুচরো মূল্যবৃদ্ধির হার। এই নিয়ে টানা ছ’মাস। দাঁড়াল ৩.১৮ শতাংশে। যদিও এখনও তা আছে রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া মাত্রার নীচে। অন্য দিকে মে মাসে শিল্প বৃদ্ধি নামল ৩.১ শতাংশে। মূলত উৎপাদন শিল্পে বৃদ্ধি কমায়। কর্মসংস্থান তৈরিতে যে শিল্পের ভূমিকা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং অর্থনীতির ঘুরে দাঁড়াতে যার মাথা তোলা অন্যতম জরুরি শর্ত। দায়ী খননে বৃদ্ধি কমাও।

Advertisement

সংশ্লিষ্ট মহলের দাবি, শুক্রবারের এই জোড়া পরিসংখ্যান কিছুটা হলেও অস্বস্তিতে ফেলবে মোদী সরকারকে। তবে এ দিনই রাজ্যসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, মোদী সরকার খুচরো মূল্যবৃদ্ধিকে মাথা তুলতে দেয় না। কারণ, তাতে মানুষের অসুবিধা হয়। তাই ২০১৪ থেকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে কেন্দ্র।

তবে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা মূল্যবৃদ্ধি আরও বাড়বে না তো! সেটা হলে ফের ধাক্কা খেতে পারে বৃদ্ধি। শিল্প বৃদ্ধি দেখেও অর্থনীতির স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন তুলছে তারা। বিশেষত কেন্দ্র যেখানে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি তৈরির স্বপ্ন ফেরি করছে। এ দিন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর সি রঙ্গরাজন বলেছেন, ওই লক্ষ্য ছুঁতে আর্থিক বৃদ্ধি বছরে ৮% হতেই হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement