RBI

নতুন খুচরো লেনদেন পরিষেবা সংস্থার নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্কের

এখন এ ধরনের লেনদেন দেখাশোনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৭:২১
Share:

ফাইল চিত্র।

এক দিকে খুচরো আর্থিক লেনদেন বাড়ছে। অন্য দিকে করোনার আবহে নগদের ছোঁয়াচ এড়াতে চাহিদা ঊর্ধ্বমুখী ডিজিটাল লেনদেনের। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশ জুড়ে আধার ভিত্তিক লেনদেন, এটিএম, এক স্থান থেকে অন্যত্র টাকা পাঠানোর মতো পরিষেবা দিতে নতুন সংস্থা গড়ার নির্দেশিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

এখন এ ধরনের লেনদেন দেখাশোনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। তাদের চাপ কমানো ও এই পরিষেবায় প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা গত বছর জানিয়েছিল আরবিআই। আর ফেব্রুয়ারিতে আনা হয় খসড়া। বিভিন্ন পক্ষের মতামত জানার পরেই আজ তার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে এ জন্য আবেদন করতে হবে সংস্থাগুলিকে।

আবেদনের শর্ত

Advertisement

• আবেদনকারী সংস্থার নিট সম্পদ হতে হবে ৫০০ কোটি টাকার বেশি।

• এক ছাতার তলায় আনতে হবে এটিএম, আধার ভিত্তিক লেনদেন, এক জায়গা থেকে অন্যত্র টাকা পাঠানোর ব্যবস্থা।

• এর জন্য তৈরি করতে হবে একটি মূল সংস্থা, যার মূলধন হতে হবে ন্যূনতম ৫০০ কোটি টাকা।

• সংস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ থাকতে হবে ভারতীয় নাগরিকের হাতে।

• এক জন প্রোমোটার বা প্রোমোটার গোষ্ঠীর লগ্নি সর্বোচ্চ ৪০%।

• প্রত্যক্ষ বিদেশি লগ্নি এলে বিদেশি মুদ্রা পরিচালন আইন মেনে বাড়তি মূলধনের শর্ত পূরণ করতে ও ছাড়পত্র নিতে হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন সংস্থা তৈরি হলে এ ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য জানিয়েছে, এনপিসিআইয়ের ব্যবস্থার সঙ্গে যতটা সম্ভব সাযুজ্য রেখেই চলবে নতুন সংস্থার পরিষেবাগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement