উর্জিত পটেল।
গত কয়েক দিনে কয়েক পয়সা পড়লেও, তেলের দাম এখনও আকাশছোঁয়া। আগামী দিনে তার জেরে মাথা তুলতে পারে মূল্যবৃদ্ধি। মূলত এই আশঙ্কাতেই প্রায় সাড়ে চার বছর পরে সুদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। মোদী জমানায় এই প্রথম।
বুধবার রেপো রেট (বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বল্প মেয়াদে রিজার্ভ ব্যাঙ্কের কাছে যে সুদে ধার নেয়) ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হল ৬.২৫%। একই পরিমাণ বেড়ে ৬% হল রিভার্স রেপো রেটও (বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে স্বল্প মেয়াদে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদে ধার নেয়)। যার দরুন আগামী দিনে বাড়ি, গাড়ি-সহ সমস্ত ঋণে সুদ বাড়ার সম্ভাবনা।
আজ অনেক দিনই সুদ বৃদ্ধির এই সিঁদুরে মেঘ দেখছিল শিল্প। যে কারণে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে লক্ষ্যচ্যুত হওয়ার ঝুঁকি আছে জেনেও সম্প্রতি যে ভাবে হোক পেট্রল-ডিজেলের দর কমাতে সরকারি পদক্ষেপের আর্জি জানিয়েছিল তারা। এ দিন সেই ভয় সত্যি করেই বাড়ল সুদ। ফলে শিল্পের পক্ষে মূলধন সংগ্রহের খরচ তো বাড়লই, সেই সঙ্গে চাহিদাতেও কিছুটা ভাটা পড়ার সম্ভাবনা। সুদ-নির্ভর শিল্প হিসেবে বরাবর পরিচিত আবাসন এবং গাড়ি শিল্প সে কথা জানিয়েওছে। যেমন টয়োটার আশঙ্কা, জ্বালানির চড়া দরের উপর এ বার ইএমআইয়ের বাড়তি বোঝা গাড়ি থেকে বিমুখ করতে পারে সম্ভাব্য ক্রেতাকে।
শীর্ষ ব্যাঙ্কের কথায় স্পষ্ট যে, এই মুহূর্তে খুচরো মূল্যবৃদ্ধির হারের থেকেও বেশি তাদের চিন্তায় রেখেছে আগামী দিনে তা মাত্রাছাড়া হওয়ার আশঙ্কা। বিশ্ব বাজারে অশোধিত তেলের দরে আরও বৃদ্ধি সেই খাদের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি গিয়ে রেখেছে তারা।
তবে অন্তত সরকারি বিবৃতিতে শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানান অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকা পীযুষ গয়াল এবং আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ। তাঁদের দাবি, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আগামী দিনে তার ভিত আরও পোক্ত হবে। সুদ বাড়া সত্ত্বেও এ দিন উঠেছে বাজার।
এক ঝলকে
• সাড়ে চার বছর পরে সুদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। মোদী জমানায় প্রথম।
• রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বেড়ে ৬.২৫%। রিভার্স রেপো রেটও একই বেড়ে ৬%।
ব্যাঙ্ক রেট ৬.৫০%।
• ২০১৮-১৯ অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস ৭.৪%।
• ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।বাড়ছে লগ্নি। দেউলিয়া বিধির ফলে পরিস্থিতিতে আরও উন্নতির সম্ভাবনা।
• তবে চিন্তা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা রাজনৈতিক ঝুঁকি, অর্থনৈতিক অস্থিরতা আর বিভিন্ন দেশের রক্ষণশীল বাণিজ্য নীতি।
মাথাব্যথা তেলই
• বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম দু’মাসে বেড়েছে ১২%। যার দরুন মূল্যবৃদ্ধি মাথাচাড়া দেওয়ার আশঙ্কা।
• সমস্যা আরও ঘোরালো করছে ওই দরের ক্রমাগত ওঠা-নামা।
• এপ্রিল-সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির সম্ভাব্য হার ৪.৮-৪.৯%। চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ৪.৭%।
• মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি রুখতে দাওয়াই কেন্দ্র ও রাজ্যের ঘাটতিকে লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা।
আরও যা...
• ছোট-মাঝারি শিল্পকে স্বস্তি দিতে তাদের জন্য অনুৎপাদক সম্পদের সংজ্ঞা শিথিল।
• মেট্রো শহরে অগ্রাধিকারের তালিকায় থাকা কম দামি আবাসনে গৃহ ঋণের সীমা ২৮ লক্ষ টাকা থেকে বেড়ে ৩৫ লক্ষ। অন্যত্র ২৫ লক্ষ।
• অনাদায়ী ঋণের সমস্যায় রাশ টানতে প্রত্যেক ঋণ গ্রহীতার জন্য ‘পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি’।
• আগামী দিনে হয়তো স্মল ফিনান্স ব্যাঙ্কের তকমা কোঅপারেটিভ ব্যাঙ্কের গায়ে।