ছোট ব্যবসার জন্য এককালীন ঋণ পুনর্গঠনের সুবিধার কথাও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। —ফাইল চিত্র।
শেষ ঋণনীতিতে রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে শীর্ষ ব্যাঙ্ক। অথচ সুদ কমার সুবিধা ঋণ গ্রহীতাদের দেওয়া হচ্ছে না বলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, সুদ কমার সুবিধা সাধারণ মানুষকে দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে আগামী ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শক্তিকান্ত বলেন, ‘‘শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর পরে তার সুবিধা গ্রাহকদের দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কগুলির সিইও এবং এমডিদের সঙ্গে আমি বৈঠক করব।’’
সম্প্রতি ছোট ব্যবসার জন্য এককালীন ঋণ পুনর্গঠনের সুবিধার কথাও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সে ব্যাপারে শক্তিকান্ত দাস জানান, প্রকল্পেই সব কিছু বিস্তারিত ভাবে বলা রয়েছে। বল এখন ব্যাঙ্কগুলির কোর্টে।