চিনা বসতি টানবে চিনা পর্যটকদের 

সম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বারের ৩২তম শিল্প মেলার উদ্বোধনে এসে কলকাতার সঙ্গে চিনের দীর্ঘ যোগাযোগের কথা উল্লেখ করেন লিয়ু। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে তাঁর বক্তব্য, চিনা পর্যটকেরা নানা দেশে ঘুরতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৩
Share:

ট্যাংরা ও টেরিটি বাজারে চিনা বসতি কলকাতার অন্যতম ঐতিহ্য। চিনা পর্যটকদের কাছে এই অঞ্চলের আকর্ষণও আলাদা। তাই ওই দুই অঞ্চলকে ঘিরে পর্যটনে আরও জোর দেওয়ার জন্য রাজ্যের কাছে আর্জি জানালেন কলকাতায় চিনের কনসাল জেনারেল ঝা লিয়ু।

Advertisement

সম্প্রতি বেঙ্গল ন্যাশনাল চেম্বারের ৩২তম শিল্প মেলার উদ্বোধনে এসে কলকাতার সঙ্গে চিনের দীর্ঘ যোগাযোগের কথা উল্লেখ করেন লিয়ু। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে তাঁর বক্তব্য, চিনা পর্যটকেরা নানা দেশে ঘুরতে যান। কলকাতার চায়না টাউনকে আরও ভাল ভাবে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে তুলে ধরতে পারলে ওই সব এলাকা তাঁদের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে। তবে এর জন্য ওই অঞ্চলের সামাজিক পরিকাঠামোর আরও উন্নয়ন জরুরি। চায়না টাউনকে পর্যটনের গন্তব্য হিসেবে তুলে ধরতে রাজ্যের সঙ্গে প্রয়োজনে যৌথ ভাবে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন চিনা কূটনীতিবিদ।

অবশ্য লিয়ু চান, রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রেও আরও বেশি করে চিনা পর্যটক আসুন। গৌতমবাবু জানান, চায়না টাউনের পাশাপাশি সার্বিক ভাবে রাজ্যের পর্যটন পরিকল্পনা নিয়ে লিয়ুর সঙ্গে তাঁর কথা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement