RBI Repo Rate

ডিসেম্বরে কমবে গাড়ি-বাড়ির ঋণের কিস্তি? সুখবর শোনাতে পারে আরবিআই

ডিসেম্বরে সস্তা হতে পারে গাড়ি এবং বাড়ির ঋণ। আরবিআই রেপো রেটের পরিমাণ কমাবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৬:১০
Share:

—প্রতীকী ছবি।

দেশের আর্থিক বৃদ্ধির জন্য এবার রেপো রেট কমাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)? ডিসেম্বরে সেই সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পাশাপাশি, মুদ্রাস্ফীতির হারও আগামী দিনে নামবে বলে উল্লেখ করেছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্টে রেপো রেট কমাতে পারে আরবিআই। সে ক্ষেত্রে ৬.২৫ শতাংশে নেমে আসবে রেপো রেট। বর্তমানে যা রয়েছে ৬.৫০ শতাংশ। মুদ্রানীতি কমিটির শেষ ১০টি বৈঠকে এটি অপরিবর্তিত রেখেছে আরবিআই।

চলতি বছরের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে ৫.৪৯ শতাংশে পৌঁছেছিল। যা ডিসেম্বর ত্রৈমাসিকে নেমে ৪.৯ শতাংশে চলে আসবে বলে মনে করা হচ্ছে। আগামী বছরের (পড়ুন ২০২৫) জানুয়ারি থেকে মার্চের মধ্যে রেপো মুদ্রাস্ফীতির হার আরও কমে ৪.৬ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে আরবিআই রেপো রেটে বড় বদল আনবে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Advertisement

সম্প্রতি মুদ্রাস্ফীতির বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, ‘‘মুদ্রাস্ফীতির হার ঊর্ধ্বমুখী হলেও তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আশা করছি পরের ত্রৈমাসিকেই নিম্নমুখী হবে এর সূচক।’’

উল্লেখ্য, সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকে বলে রেপো রেট। অর্থনীতিবিদদের দাবি, এর পরিমাণ কমলে স্বস্তি পাবে আমজনতা। কারণ, সাধারণত রেপো রেট নামলেই গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার কমিয়ে দেয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। যা গ্রাহকদের মুখের হাসি চওড়া করতে পারে।

অন্য দিকে বর্তমান পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির হার কম থাকার পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, চলতি আর্থিক বছরে (২০২৪-২৫) এটি ৬.৯ শতাংশে নেমে আসবে। আর আর্থিক বৃদ্ধির হার ২০২৫-২৬ আর্থিক বছরে ৬.৭ শতাংশে গিয়ে দাঁড়াবে। ২০২৩-২৪ আর্থিক বছরে যা ছিল ৮.২ শতাংশ। আগে চলতি এবং আগামী আর্থিক বছরের বৃদ্ধির হার যথাক্রমে ৭.২ এবং ৭.১ শতাংশ হবে বলে পূর্বাভাসে জানিয়েছিল আরবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement