—ছবি পিটিআই।
দীর্ঘ ১৮ মাস পরে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোর পর অনেকেই আশা করেছিলেন, শেয়ার বাজারে এর ইতিবাচক প্রতিফলন হবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। শীর্ষ ব্যাঙ্ক সুদের হার কমানোর পর টানা পড়ছে শেয়ার বাজার। বুধবার সেনসেক্সের পতন হয়েছে ১১৯.৫১ পয়েন্ট। এই নিয়ে গত পাঁচ দিনের লেনদেনে সূচক হারিয়েছে প্রায় ৮৪০ পয়েন্ট। এ দিন বাজার বন্ধের সময় সেনসেক্স এসে দাঁডায় ৩৬,০৩৪.১১ অঙ্কে। পাশাপাশি নিফ্টি ৩৭.৭৫ পয়ন্ট খুইয়ে থিতু হয় ১০,৭৯৩.৬৫ অঙ্কে। টানা ৬ দিন ওঠার পর এ দিন পড়েছে টাকার দামও। ডলারের সাপেক্ষে টাকার দাম ১০ পয়সা পড়ে যাওয়ায় প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০.৮০ টাকা।
ওয়াকিবহাল মহলের মতে, এক দিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ার ফলে তা আমদানি খাতে ডলার খরচ করতে হচ্ছে বেশি। অন্য দিকে শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি মোটা অঙ্কের শেয়ার বিক্রি করতে শুরু করেছে। গত দুই দিনেই তারা ভারতের বাজারে শেয়ার বিক্রি করেছে প্রায় ১,১৪৩ কোটি টাকার। এর ফলে বাজারে ডলারের চহিদা বেড়ে যাওয়ার দরুণ বেড়েছে তার দামও।