আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস অনুমোদিত ইউনিয়নেরও শুক্রবার দাবি, মনোবল বাড়ল
মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনকে নতুন করে উৎসাহ জোগাবে, মনে করছে ওই দুই শিল্পের কর্মী ইউনিয়নগুলি। এমনকি আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস অনুমোদিত ইউনিয়নেরও শুক্রবার দাবি, মনোবল বাড়ল। নয়া উদ্যমে বেসরকারিকরণ বিরোধী কর্মসূচি তৈরির কাজ এগোবে। ইউনিয়ন নেতাদের একাংশের আশা, এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিমা সংস্থা বিক্রির সিদ্ধান্ত কার্যকর করা নিয়েও দ্বিতীয়বার ভাববে মোদী সরকার। তবে সকলেই বলছেন, আপাতত পরিণতির কথা না-ভেবে বিক্ষোভ-প্রতিবাদকে জোরালো করতে কোমর বাঁধা হবে।
এ বছর বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি সাধারণ বিমা সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে কর্মী ইউনিয়নগুলি। এদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় সক্রিয় ভাবে কৃষকদের আন্দোলনে অংশ নিয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, আজ এটা প্রমাণিত, সত্যিকারের কঠিন প্রতিরোধের সামনে সরকার নত হতে বাধ্য। কৃষক সমাজ তাদের স্বার্থ বিরোধী মনে করেছে বলেই কৃষি আইনগুলি ফিরিয়ে নেওয়ার দাবিতে মাটি কামড়ে পড়েছিল। তাদের সরানো যায়নি। তাই লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়েছে। তাঁর দাবি, ‘‘ব্যাঙ্ক কর্মী-অফিসারেরাও বেসরকারিকরণ রুখতে অনড়। না-হলে তাঁদেরও স্বার্থহানি হবে। কৃষি আইন প্রত্যাহারের দৃষ্টান্ত আমাদের আন্দোলনকে আরও মজবুত করবে।’’
সৌম্যবাবু জানান, তাঁদের আন্দোলনকে সমর্থন করতে সমাজের অন্য ক্ষেত্রের মানুষদেরও ডাক দেওয়া হবে। কারণ, ব্যাঙ্ক বেচে কেন্দ্র হাত ধুয়ে ফেললে মানুষও সুরক্ষিত থাকবেন না।
অতীতেও নাছোড় আন্দোলনের কাছে সরকার মাথা নুইয়েছে, মন্তব্য ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক দেবাশিস বসু চৌধুরীর। তিনি বলেন, “এর আগে দেশজোড়া বিক্ষোভের মুখে এই সরকার ব্যাঙ্ক গ্রাহকদের স্বার্থ বিরোধী এফআরডিআই বা আমানত সুরক্ষা বিল প্রত্যাহার করতেও বাধ্য হয়েছিল। ব্যাঙ্ক লাটে উঠলে, তাকে বাঁচাতে আমানতকারীদের অর্থ কাজে লাগাতে আনা হয়েছিল ওই বিলটি। ফের পিছু হটল কেন্দ্র। ব্যাঙ্ক বেসরকারিকরণ রুখতে কর্মসূচিও আরও কঠোর হবে।’’
একই বার্তা বিএমএস অনুমোদিত ব্যাঙ্ক ইউনিয়ন ন্যাশনাল অর্গানাইজ়েশন অব ব্যাঙ্ক ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক উপেন্দ্র কুমার এবং ফেডারেশন অব জেনারাল ইনশিয়োরেন্স এমপ্লয়িজ় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় শাখার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের দাবি, পথ দেখিয়েছে কৃষি আন্দোলন। সেই পথেই হাঁটবেন ব্যাঙ্ক কর্মীরা।