Reliance

তেল ব্যবসা আলাদা করতে ১.৮২ লক্ষ কোটি টাকা ঋণ

এর আগে তেল ব্যবসার ২০% সৌদির অ্যারামকোকে বিক্রির পরিকল্পনা করেছিল মুকেশের সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৫
Share:

—ফাইল চিত্র।

তেল ও রাসায়নিক ব্যবসাকে (অয়েল টু কেমিক্যাল বা ও-টু-সি) পৃথক শাখার অধীনে আনার কথা গত বছর বার্ষিক সাধারণ সভায় বলেছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানী। মঙ্গলবার রিলায়্যান্স ঘোষণা করল, এ জন্য মূল সংস্থা থেকে ২৫০০ কোটি ডলার (প্রায় ১,৮২,৫০০ কোটি টাকা) ঋণ নেবে নতুন ওই শাখা। ১০ বছর মেয়াদে পরিবর্তনশীল সুদের হারে তা নেওয়া হবে। ব্যবহার করা হবে সম্পদ কিনতে। সেই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে কার্বন নির্গমন কমিয়ে পরিবেশ বান্ধব হওয়ার কথাও বলেছে তারা।

Advertisement

এর আগে তেল ব্যবসার ২০% সৌদির অ্যারামকোকে বিক্রির পরিকল্পনা করেছিল মুকেশের সংস্থাটি। কিন্তু প্রথমে বিশ্ব বাজারে অশোধিত তেলের দর নামতে থাকা এবং তার পরে অতিমারির ধাক্কায় তা কার্যকর হয়নি। নতুন পরিকল্পনা অনুসারে, নতুন শাখার হাতে যাবে তেল শোধনাগার ও পেট্রোকেম সম্পদ এবং তেলের খুচরো ব্যবসা। তারা পাবে প্রায় ৪২০০ কোটি ডলারের (প্রায় ৩,০৬,৬০০ কোটি টাকা) সম্পত্তি। যা রিলায়্যান্সের মোট সম্পদের প্রায় ২৮%। সংশ্লিষ্ট মহলের মতে, অ্যারামকোর মতো বিভিন্ন সংস্থাকে অংশীদারি বেচে আরও অর্থ তোলার লক্ষ্যেই এই উদ্যোগ তাদের।

ইতিমধ্যেই গত বছর অতিমারির সময়ে সংস্থাকে ঋণমুক্ত করার লক্ষ্যে জিয়োর ৩৩% বিক্রি করে ১.৫২ লক্ষ কোটি এবং রিটেল ব্যবসার ১০% বেচে ৪৭,২৬৫ কোটি টাকা তুলেছে রিলায়্যান্স। সেই সঙ্গে রাইটস ইসু ছেড়ে তোলা হয়েছে আরও ৫১,১২৪ কোটি টাকা। সব মিলিয়ে ডিসেম্বরে সংস্থার ঋণ ছিল ২.৫৭ লক্ষ কোটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement