অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুকেশ অম্বানি। নিজস্ব চিত্র।
আগামী তিন বছরের মধ্যে ওড়িশায় আরও তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়্যান্স। সোমবার এ কথা ঘোষণা করলেন রিলায়্যান্সের কর্ণধার মুকেশ অম্বানী।
এ দিন ‘মেকিং ইন ওড়িশা কনক্লেভ ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুকেশ অম্বানী। সেখানেই তিনি ওড়িশায় রিলায়্যান্সের ব্যবসা বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘ইতিমধ্যেই ওড়িশায় ছয় হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে রিলায়্যান্স। এই ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।’’
মুকেশের দাবি, এই বিনিয়োগের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দু’ভাবেই কর্মসংস্থান বাড়বে। তিনি আরও বলেন, ‘‘দু’বছর আগে জিও বাজারে আসার ফলে টেলিকম পরিষেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে।” ওড়িশায় জিও-র ব্যবসা নিয়েও সন্তোষ প্রকাশ করেন মুকেশ।
আরও পড়ুন: ৪জির দাবিতে পথে কর্মীরাই
আরও পড়ুন: পরবর্তী শুনানি কবে তা ঠিক হবে জানুয়ারিতেই, অযোধ্যা নিয়ে মত সুপ্রিম কোর্টের
ওড়িশা সরকারের সঙ্গে রিলায়্যান্স যে যৌথ ভাবে একাধিক প্রকল্পে কাজ করছে বা করেছে— সে কথাও এ দিন ফের এক বার উল্লখ করেন মুকেশ অম্বানী। এর জন্য ওড়িশা সরকারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান তিনি।
(মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি - অর্থনীতির সব খবর বাংলায় পেয়ে যান আমাদের ব্যবসা বিভাগে।)