Reliance Industries

শক্তি ক্ষেত্রে এ বার দ্বিতীয় স্থানে উঠে এলেন মুকেশ অম্বানী

শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরবের সংস্থা অ্যারামকো।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৮:০২
Share:

মুকেশ অম্বানী। ফাইল চিত্র।

ডিজিটাল প্ল্যাটফর্মে আগেই একের পর এক ছক্কা হাঁকিয়েছে রিলায়্যান্স। এ বার শক্তিক্ষেত্রেও এক্সনমোবিল-কে পিছনে ফেলে শক্তি ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিসেবে উঠে এল এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরবের সংস্থা অ্যারামকো।

Advertisement

শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জে রিলায়্যান্স রিফাইনারির শেয়ার দর ৪.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০০ কোটি ডলারে। সেখানে এক্সন মোবিল-এর শেয়ার দর পড়ে যাওয়ায় ১০০ কোটি ডলার লোকসান হয়।

২০১৯-২০ অর্থবর্ষে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর ৮০ শতাংশ রাজস্বই এসেছে বিদ্যুত্ শক্তি থেকে। বিদ্যুত্ শক্তির পাশাপাশি ডিজিটাল ব্যবসা সম্প্রসারণের উপর আরও জোর দেন অম্বানী। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অম্বানির ঘরে উঠে আসে থেকে ২০০ কোটি ডলার। ফলে এ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই ব্লুমবার্গ-এর বিলিয়নেয়ার্স-এর সূচকে পঞ্চম স্থানে উঠে এসেছেন মুকেশ অম্বানি।

Advertisement

আরও পড়ুন: রাজস্থানে অধিবেশনের সম্মতি দিলেন রাজ্যপাল, তবে শর্ত রেখেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement